ETV Bharat / state

জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

author img

By

Published : Oct 9, 2019, 1:27 PM IST

Updated : Oct 9, 2019, 3:09 PM IST

আলিপুর আবহাওয়া আফিস জানিয়েছে, রাজ্যের উত্তর দিকে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেটা এখন বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে ৷ এছাড়া ওড়িশার উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত । এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে বুধ ও বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

বৃষ্টিপাত

কলকাতা, 9 অক্টোবর: বুধবার সকাল থেকেই মেঘলা কলকাতার আকাশ । মঙ্গলবার রাত থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে । বুধবার সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া আফিস জানিয়েছে, রাজ্যের উত্তর দিকে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেটা এখন বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে ৷ এছাড়া ওড়িশার উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত । এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে বুধ ও বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বৃহস্পতিবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে ।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ,নদীয়া, বীরভুম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া,বাকুড়া, হাওড়া এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে ।

হালকা বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন শহরে বৃষ্টিপাতের পরিমাণ -

  • কলকাতা - 2.1 mm
  • দমদম- 27.2 mm
  • ব্যারাকপুর -36.4 mm
  • কাঁথি- 46.6 mm
  • শ্রীনিকেতন- 46.6 mm
  • দীঘা- 39.2 mm
  • মেদিনীপুর- 26.4 mm
  • বহরমপুর- 12 mm
  • জলপাইগুড়ি- 6.2 mm
  • বাঁকুড়া -13.8 mm

বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপামাত্রা 32 ডিগ্রি ও সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । আজ দুপুর থেকে কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি ৷

Intro:আজ ও কাল দিনভর হাল্কা বৃষ্টির সম্ভাবনা Body: মানস নস্কর

বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে ঘূর্নাবর্ত, আজ ও কাল বৃষ্টি চলবে

কলকাতা ৯ অক্টোবর ঃ
সকাল থেকেই মুখভার কলকাতার। পাশাপাশি গতকাল রাত থেকেই উত্তরবঙ্গ, দক্ষিনবঙ্গ সহ পশ্চিমের জেলাগুলিতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এবং আজ সারাদিন হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সুত্রে জানা যাচ্ছে, এ রাজ্যের উত্তর দিকে যে ঘূর্নাবর্তটি অবস্থান করছিল সেটা এখন
বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে ।এবং ওড়িশ্যার উপর রয়েছে আর একটি ঘূর্নাবর্ত। এর জেরে আজ ও আগামীকাল হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনভর।আগামীকাল বিকেল থেকে উন্নতি হবে আবহাওয়ার।

আবহাওয়া দপ্তর সুত্রে জানা যাচ্ছে,আজ ও আগামীকাল হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ,নদীয়া, বীরভুম, দুই বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া,বাকুড়া, হাওড়া সহ উত্তরবঙ্গের সব জেলাতেই। এখন পর্যন্ত গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সব থেকে বেশি বৃষ্টি হয়েছে কাথি-৪৬.৬ মিলি মিটার,দীঘা-৩৯.২ মিলি,মেদিনীপুর -২৬.৪মি.
লি,শ্রীনিকেতন -৪৬.৬মি. লি,বহরমপুর -১২ মিলিমিটার। আজ সারাদিন তাপমাত্রা সর্বোচ্চ ৩২ডিগ্রি ও সর্বনিম্ন -২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে।
Conclusion:
Last Updated : Oct 9, 2019, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.