ETV Bharat / state

Sayantan Basu: নাড্ডাকে চিঠি সায়ন্তনের, কড়া প্রতিক্রিয়া রাহুল সিনহার

author img

By

Published : Oct 29, 2022, 8:46 PM IST

ETV Bharat
নাড্ডাকে চিঠি সায়ন্তনের

রাজ্য়ের দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে জেপি নাড্ডাকে চিঠি দিয়েছেন বঙ্গ বিজেপি'র প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu writes letter to JP Nadda) ৷ এই বিষয়েই মুখ খুলেছেন রাহুল সিনহা (Rahul Sinha) ৷

কলকাতা, 29 অক্টোবর: দিল্লির নেতৃত্বকে পাঠান চিঠিতে নিজের যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন বঙ্গ বিজেপি'র প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu)। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে তিনি ক্ষোভ প্রকাশ করে চিঠি দিয়েছেন । সায়ন্তনের এই চিঠির পরেই ফের প্রকাশ্যে চলে এসেছে রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্ব (Sayantan Basu writes letter to BJP Leadership) ৷

এই চিঠিতে সায়ন্তন বসু লিখেছেন, আদি বিজেপির নেতা যাঁদের হাত ধরে বঙ্গে দলের গোড়াপত্তন হয়েছে তাঁরাই এখন কোণঠাসা । শুধু তাই নয়, 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি'র ধরাশায়ী অবস্থার জন্যও বর্তমান নেতৃত্বকে দায়ী করেছেন তিনি । এই বিষয়ে অবশ্য বিজেপি'র প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha) জানিয়েছেন, তিনি এই চিঠির বিষয় কিছু জানেন না ।

আরও পড়ুন: 'আইসিইউ'তে চলে গিয়েছে রাজ্যের অর্থনীতি', রাজ্যকে কড়া আক্রমণ সুকান্তর

রাহুল সিনহার কথায়, "আমাদের দলের রীতি হল যে কোনও কর্মকর্তার মনের কথা উপর মহলে বলতে হয় ৷ এভাবে লিখে বলার কোনও রীতি নেই । তবে সংবাদমাধ্যমে জানতে পারলাম তিনি চিঠি দিয়েছেন, এই বিষয়ে যেখানে তিনি চিঠি দিয়েছেন তারা এই বিষয়ে যা করার করবেন । তবে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে তাড়াতে হলে সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়া উচিত । আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে তাড়াতে হলে নিজেদের ভেদাভেদ ভুলে সমস্ত কর্মকর্তাদের এক হয়ে কাজ করতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.