ETV Bharat / state

Saumitra Khan: 'আঘাত', 'উপেক্ষা'র প্রতিবাদে ফেসবুকে ফুঁসে উঠলেন সৌমিত্র

author img

By

Published : Oct 19, 2022, 4:10 PM IST

আবারও বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) ৷ 'আঘাত', 'উপেক্ষা'র প্রতিবাদে সরব হলেন ফেসবুকে (Saumitra Khan Facebook Post) ৷

Saumitra Khan Facebook Post sparks new Controversy
Saumitra Khan: 'আঘাত', 'উপেক্ষা'র প্রতিবাদে ফেসবুকে ফুঁসে উঠলেন সৌমিত্র

কলকাতা, 19 অক্টোবর: আবারও 'আঘাত', 'উপেক্ষা'র প্রতিবাদে সরব বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) ৷ সোশ্য়াল মিডিয়ায় তাঁর করা একটি পোস্ট (Saumitra Khan Facebook Post) ঘিরে শুরু নতুন জল্পনা ৷ তাহলে কি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগেই বিবাদ বাড়বে বিজেপি-এর অন্দরে ? উঠছে প্রশ্ন ৷

উল্লেখ্য, মঙ্গলবার দলের রাঢ় বাংলার পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দেন সৌমিত্র ৷ তারপরই ফেসবুকে একটি পোস্ট করেন তিনি ৷ লেখেন, "ভারতবর্ষের যশস্বী, সন্মানীয়, আদরনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি ও অমিত শাহ জি-র আর্শীবাদ মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, এই বিষয়ে কোনও অবকাশ নেই ৷ এর আগেও আমার উপর অনেক আঘাত এসেছে, শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব ৷ 'যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল', এটা আমি সর্বদা বলবই ৷"

আরও পড়ুন: 'ইডি সিবিআইয়ের হাত থেকে ইউএসএ পালিয়েছেন অভিষেক' মন্তব্য সৌমিত্রর

প্রসঙ্গত, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় দলের সংগঠন ঢেলে সাজাচ্ছে বিজেপি ৷ সম্প্রতি রাজ্য বিজেপি-এর যে কোর কমিটি গঠন করা হয়েছে, তাতে একদিকে যেমন বহু নতুন মুখকে জায়গা দেওয়া হয়েছে, তেমনই বাদ পড়েছে অনেক পুরনো মুখ ৷ তাঁদের মধ্যে অন্যতম বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, দলের এই সিদ্ধান্তে বেজায় চটেছেন সৌমিত্র ৷ আর সেই কারণেই রাঢ় বাংলার পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি ৷

এই প্রেক্ষাপটে কেন সৌমিত্র এমন ফেসবুক পোস্ট করলেন, তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া ৷ প্রশ্ন উঠছে, দলে কি কোণঠাসা হয়ে পড়ছেন সৌমিত্র ? তাঁর সঙ্গে বিজেপি-এর প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দূরত্বের কথা কারও অজানা নয় ৷ 2021 সালে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে সরানো হয়েছিল সৌমিত্রকে ৷ সেই সময়েও অনেক অভিমান দেখিয়েছিলেন গেরুয়া শিবিরের এই তরুণ নেতা ৷ প্রশ্ন উঠছে, দিলীপ পরবর্তী জমানায় তাঁর উত্তরসূরি সুকান্ত মজুমদারের সঙ্গেও কি সুসম্পর্ক নেই সৌমিত্রর ?

Saumitra Khan Facebook Post sparks new Controversy
সৌমিত্র খাঁয়ের ফেসবুক পোস্ট ৷

এই বিষয়ে সৌমিত্রর তরফে কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি ৷ তবে ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, রাজ্য নেতৃত্বের সঙ্গে সৌমিত্রের যে দূরত্ব বাড়ছে, সেটা তাঁর ফেসবুক পোস্ট থেকেই স্পষ্ট ৷ কিন্তু, দলের অন্দরের বিবাদ নিয়ে সৌমিত্রর এভাবে প্রকাশ্য তোপ বিজেপি শীর্ষ নেতৃত্ব কি ভালো চোখে দেখবে ? যদিও নিজের পোস্টে সৌমিত্র নিজেকে একান্ত মোদি ও শাহ অনুগামী হিসাবেই প্রতিষ্ঠা করতে চেয়েছেন ৷ কিন্তু, তাতেও ড্য়ামেজ কন্ট্রোল হবে কিনা সেই প্রশ্ন থাকছেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.