ETV Bharat / state

Saugata Roy on Governor: রাজ্যপালের বিবৃতি নিয়ে উল্লসিত হওয়ার কারণ নেই, মত সৌগত রায়ের

author img

By

Published : Feb 12, 2023, 6:08 PM IST

ETV Bharat
রাজ্যপালকে নিয়ে মন্তব্য সৌগত রায়ের

শনিবার এক বিবৃতিতে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথা সময়ে কার্যকরী ও সক্রিয় পদক্ষেপের বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর সেই মন্তব্য নিয়েই শুরু হয়েছে জল্পনা (Governor CV Ananda Bose statement) ৷

কলকাতা, 12 ফেব্রুয়ারি: শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেওয়া বিবৃতি নিয়েছে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে(Governor CV Ananda Bose) ৷ বিবৃতিতে রাজ্যপাল যেভাবে দুর্নীতি নিয়ো জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথা সময়ে 'সক্রিয়' পদক্ষেপের কথা বলেছেন তা নিয়েই আলোড়ন শুরু হয়েছে ৷

মাত্র কয়েকদিন আগে বিধানসভার বাজেট অধিবেশন শুরুর দিনেও যেভাবে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে পাশাপাশি দেখা গিয়েছে এবং যেভাবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসকদলের একের পর এক নেতা তার প্রতি আস্থা দেখিয়েছেন, তারপর আচমকাই রাজ্যপালের এই সুর বদলে অন্য ইঙ্গিত দেখছেন অনেকে (Statement by WB Governor)।

যদিও এতে বিশেষ আমল দিতে রাজি নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । বরং তারা মনে করছে, রাজ্যপাল তাঁর সাংবিধানিক চৌহদ্দি থেকেই এই বিবৃতি দিয়েছেন। এতে যেমন শাসকের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, ঠিক তেমনভাবে বিরোধীদেরও উল্লসিত হওয়ার কারণও দেখছেন না ঘাসফুল শিবির। রবিবার এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায় । সংবাদমাধ্যমে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, রাজ্যপালের বক্তব্যে এমন কিছু নেই, যার জন্য বিরোধীরা উল্লসিত হতে পারেন ।

সৌগত রায়ের কথায়, "আমি রাজ্যপালের বক্তব্যে বাড়তি গুরুত্ব দিতে চাই না। আমি যতদূর সংবিধান বুঝি তাতে রাজ্যপাল কেন্দ্রের একজন প্রতিনিধি । কিন্তু ওর কোনও স্বাধীন দায়িত্ব বা ক্ষমতা নেই । এক্ষেত্রে রাজ্যপালকে চলতে হয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভার পরামর্শ ক্রমে । রাজ্যের আইন-শৃঙ্খলা দেখা বা মানুষের কল্যাণ করা রাজ্যপালের কাজ নয় । এটা রাজ্যে যে নির্বাচিত সরকার রয়েছে তাদের কাজ । তারাই এই কাজটি করবে । রাজ্যপাল অবশ্যই তার মতামত দিতে পারেন । কিন্তু আমরা কখনোই রাজ্যপালের মতামতের উপর নির্ভর করি না।"

আরও পড়ুন: দুর্নীতি বরদাস্ত নয়, রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় যথাসময়ে 'সক্রিয়' পদক্ষেপ; বার্তা রাজ্যপালের

বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি এই বর্ষীয়ান তৃণমূল নেতা । বিধানসভায় রাজ্যপালের ভাষণের দিন যেভাবে বিজেপি বিধায়করা তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল সেই প্রসঙ্গকে সামনে রেখেই এদিন সৌগত রায় বলেছেন, "রাজ্যপাল সঙ্গে আছে মানে উল্লাস করা, বা বিরুদ্ধে রয়েছেন বলে বিক্ষোভ প্রদর্শন করা, এর কোনওটাই ঠিক নয় । রাজ্যপাল তাঁর মত তাঁর সীমিত ক্ষমতা নিয়ে যা করার তা করুন । এক্ষেত্রে রাজ্যের নির্বাচিত সরকার যা মনে করবে সেটাই করবে। বর্তমানের নির্বাচিত সরকার আইন-শৃঙ্খলা যথাযথভাবে রক্ষা করছে। এ নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ আছে বলে আমি দেখছি না।"

সৌগত রায় মনে করেন, বিধানসভায় পাস হওয়া কোনও বিলে রাজ্যপালের সই করার দরকার হয় ৷ এক্ষেত্রে, রাজ্যপাল লোকায়ুক্তের বিলে সই করতে চাননি এবং রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বদল বল নিয়ে তিনি নিজের মতে স্থির থেকেছেন। এটা তাঁর ক্ষমতার মধ্যেই পড়ে। তবে এই দু'টি বিষয় নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার মতো কিছু আছে বলে মনে করেন না সৌগত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.