ETV Bharat / state

কেন্দ্রের টিকাকরণ নীতি নিয়ে খোঁচা সৌগত রায়ের

author img

By

Published : Jun 4, 2021, 6:45 PM IST

খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উদ্যোগে বাগুইআটির পিডব্লুডি অফিসে রেশন, কেরোসিন, এলপিজি ডিলার, হোলসেলার ও এই বিভাগের কর্মীদের টিকাকরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় ৷ সেখানেই তিনি মুকুল রায়ের দলে ফেরা নিয়ে জল্পনা ও রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত প্রসঙ্গে সরব হন ৷

সৌগত রায়
সৌগত রায়

কলকাতা, 4 জুন : জল্পনা নিয়ে কোনও প্রতিক্রিয়া হয় না ৷ বেশ কিছুদিন ধরে মুকুল রায়ের দলে ফেরা ও তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের ফেসবুক পোস্ট ঘিরে যে জল্পনা শুরু হয়েছে , সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে এই মন্তব্য করলেন তৃণমূলের সাংসদ সৌগত রায় ৷ পাশাপাশি কেন্দ্রের টিকাকরণ নীতি নিয়ে ও রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত নিয়েও কড়া মন্তব্য করেন তিনি ৷

এদিন বাগুইআটিতে খাদ্য দফতরের অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রের টিকাকরণ নীতি নিয়ে সরব হন সৌগতবাবু ৷ কেন্দ্রের নীতির জন্যই আজ টিকাকরণে দেরি হচ্ছে । দেশে অধিকাংশ মানুষ এখনও টিকা পাননি ৷ বিদেশ থেকে টিকা পাওয়ার পরই কোনও কিছু বিচার না করে কীভাবে একজন প্রধানমন্ত্রী অন্য 80টি দেশে করোনার টিকা পাঠাতে পারেন ৷ প্রশ্ন তুলেছেন তিনি ৷

পাশাপাশি তাঁকে জিজ্ঞাসা করা হয় , কিছুদিন আগে মুকুল রায়ের স্ত্রীকে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যান ৷ তাহলে কি মুকুল রায়ের দলে ফেরার সম্ভাবনা আছে ? উত্তরে তৃণমূল সাংসদের সাফ জবাব , " আমরা সৌজন্য রক্ষা করেই চলব ৷ তৃণমূল সাংসদ কেবলমাত্র একজন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছেন ৷ এর বেশি কিছু তো না ৷ এর সঙ্গে তাঁর দলে ফেরার কোনও প্রসঙ্গ আসছে কেন ৷ "

কেন্দ্রের টিকাকরণ নীতি নিয়ে খোঁচা সৌগত রায়ের

রাজ্য ও রাজ্যপালের মধ্যে সংঘাত ক্রমেই বেড়ে চলেছে ৷ সেই প্রসঙ্গে সৌগত রায় রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, " রাজ্যপাল অবান্তর, অবাস্তব কথা বলায় পারদর্শী ৷ তিনি তাঁর সাংবিধানিক এক্তিয়ার ছাড়িয়ে প্রায়ই মন্তব্য করে থাকেন ৷ তাঁর ব্যপারে বলে বলে আমাদের মুখ ব্যাথা হয়ে গিয়েছে ৷ এখন তিনি পরিবর্তন হচ্ছেন না, কী আর করা যাবে ৷ "

দুই সাংসদ শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের সাংসদ পদ বাতিলের জন্য তৃণমূলের তরফে আগেই চিঠি পাঠানো হয়েছিল ৷ সেই প্রসঙ্গে বর্ষীয়ান এই নেতার জবাব , "সুনীল মণ্ডলকে দলত্যাগ বিরোধী আইনে চিঠি দেওয়া হয়েছে ৷ আর শিশির অধিকরী প্রকাশ্যে অন্য দলের মিটিংয়ে ছিলেন ৷ তাই তাঁকে চিঠি দেওয়া যেতেই পারে ৷ "

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে বিকৃত পোস্ট, তদন্তে লালবাজার

প্রসঙ্গত , আজ খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উদ্যোগে বাগুইআটির পিডব্লুডি অফিসে রেশন, কেরোসিন, এলপিজি ডিলার, হোলসেলার ও এই বিভাগের কর্মীদের মিলিয়ে মোট 456 জনকে বিনামূল্যে টিকা দেওয়া হল। মোট 900 জনকে এই টিকাকরণ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি । এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সৌগত রায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.