ETV Bharat / state

Raj Bhavan: লৌহ মানবকে বিশেষ সম্মান! ব্রিটিশ নাম বদলে রাজভবনের 'থ্রোন রুম' পাবে নতুন নাম

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 1:14 PM IST

Etv Bharat
Etv Bharat

বদলে গেল রাজভবনের থ্রোন রুমের নাম ৷ সর্দার বল্লভভাই প্যাটেলের নামানুসারে এই রুমের নামকরণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মঙ্গলবার ছিল স্বাধীনভারতের উপ-প্রধান মন্ত্রী ও ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন ৷

কলকাতা, 01 নভেম্বর: রাজভবনের প্রথম তলায় 'থ্রোন রুমের' নাম বদল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামানুসারে ওই রুমের নামকরণ করা হয়েছে । সূত্রের দাবি, মঙ্গলবার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন ৷ এদিনই রাজভবনে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছিল । সেই অনুষ্ঠানেই রাজভবনের 'থ্রোন রুমে'র নাম পরিবর্তন করে 'সর্দার বল্লভভাই প্যাটেল ইউনিটি রুম' করা হয়েছে ।

বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "ভারতে সর্দারের স্মৃতি অক্ষুন্ন রাখা আমাদের কর্তব্য ৷ জাতিকে একত্রিত করতে তিনি যে প্রচেষ্টা করেছন তার কোনও তুলনা হয়না ৷ তিনি লৌহ মানব ৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে রাজভবনের পূর্ব দিকের সিংহাসন কক্ষটি সর্দার বল্লভভাই প্যাটেল ইউনিটি রুম হিসাবে পরিচিত হবে । পাশাপাশি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্দার প্যাটেল চেয়ারও প্রতিষ্ঠা করা হবে।"

রাজভবনে থ্রোন রুমে লর্ড ওয়েলেসলির সিংহাসন রয়েছে । এর পাশে আছে টিপু সুলতানের সিংহাসন, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, ডঃ বি সি রায়ের তৈলচিত্র রয়েছে । মহাত্মা গান্ধীর ছাই বহন করার জন্য ব্যবহৃত একটি কলসিও রয়েছে । তবে রাজভবনের এই কক্ষের নাম পরিবর্তনের ঘটনা নতুন নয় । সূত্রের দাবি, রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সময়েও তিনটি কক্ষের নাম বদল করেছিলেন ৷ নতুন নাম রাখা হয় রবীন্দ্রনাথ কক্ষ, বিদ্যাসাগর কক্ষ ও অরবিন্দ কক্ষের নামে ৷

আরও পড়ুন: পুজোর আগে 71 জেলবন্দিকে মুক্তি দিতে চায় রাজ্য! কারণ জানতে চেয়ে নবান্নকে চিঠি রাজভবনের

রাজভবন -সহ তিলোত্তমার অন্যান্য সরকারি বাড়িগুলি ব্রিটিশ শাসনাধীন ভারতে তৈরি হয়েছিল । যা ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন ৷ রাজভবনটি ডার্বিশায়ারের কেডলেস্টন হলের আদলে করা হয়েছে । যা বিখ্যাত স্থপতি রবার্ট অ্যাডাম 1759-1770 সালে কেডলেস্টনের লর্ড কার্জনের প্রপিতামহ লর্ড স্কারসডেলের জন্য তৈরি করেছিলেন। যদিও 18 শতকের দ্বিতীয়ার্ধে কেডলেস্টনের খ্যাতি লোকমুখে ফিরত ৷ বর্তমান রাজভবনটিও নকশার জন্য জনপ্রিয় হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.