ETV Bharat / state

Saraswati Puja in School: স্কুলে সরস্বতী পুজো মানে আবেগ, মত বিশিষ্টদের

author img

By

Published : Jan 25, 2023, 10:38 PM IST

Updated : Jan 26, 2023, 6:23 AM IST

Saraswati Puja in Schools is an emotion for students
প্রতীকী ছবি

স্কুল, কলেজে সরস্বতীপুজো (Saraswati Puja in Schools) কোনও ধর্মীয় আচার নয়, সাংস্কৃতিক উৎসব ৷ এমনটাই মনে করছেন বিশিষ্টরা ৷

কলকাতা, 25 জানুয়ারি: বাড়ির পুজো সেরেই সোজা স্কুলে ! রঙ-বেরঙের শাড়ি-পাঞ্জাবিতে স্কুলে স্কুলে ভিড় পড়ুয়াদের ! কারণ, এই দিনটা বড্ড 'স্পেশাল' ! এদিন যে সরস্বতীপুজো (Saraswati Puja in Schools) ! সে পুজোর কত না আয়োজন ! পড়াশোনার সঙ্গে সেসব সামলাতে হয় নানা বয়সের পড়ুয়াদেরই ৷ তারপর পুজোর দিন সকলে মিলে একসঙ্গে সেজেগুজে স্কুলে যাওয়া, অঞ্জলি দেওয়া, পুজোর প্রসাদ খাওয়া, ভোগ বিতরণ... কত্ত কী ! সরস্বতীপুজো বললে আজও এই দৃশ্যগুলোই সবার আগে চোখে ভাসে ৷

সরস্বতীপুজো মূলত হিন্দু শাস্ত্র মতে হলেও, এই পুজোর সবথেকে বড় বৈশিষ্ট্য় হল, বাঙালি সমাজে ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ছাত্রছাত্রীরা এই উৎসবে সামিল হয় ৷ বিশেষজ্ঞরা মনে করেন, সরস্বতীপুজো পড়ুয়াদের কাছে কোনও নিপাট ধর্মীয় আচার নয় ৷ তা আদতে তাদের আবেগ !

আরও পড়ুন: সরস্বতী বন্দনায় 11 সেন্টিমিটারের প্রতিমা গড়লেন চন্দ্রকোনার শুভজিৎ

এ নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষাবিদ দেবাশিস সরকার বলেন, "স্কুলে সরস্বতীপুজো দেখেই আমরা সকলে ছোট থেকে বড় হয়েছি ৷ বস্তুত, এই পুজো আমাদের শিক্ষার একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ৷ কোনও হিন্দু দেবীকে পুজো করা হচ্ছে, পড়ুয়াদের মধ্যে কিন্তু এমন ভাবনা এখানে থাকে না ৷ আসলে বাংলায় সরস্বতীপুজো যত না ধর্মীয়, তার থেকে অনেক বেশি সাংস্কৃতিক ৷ এই পুজো যথার্থ অর্থেই একটি সাংস্কৃতিক উৎসব ৷ আমরা এই ছবি দেখেই অভ্যস্ত ৷ তবে ইদানীং কিছু রাজনৈতিক দল এই উৎসবকেও রাজনীতির উপাদান হিসাবে তুলে ধরার চেষ্টা করছে !" যেকোনও গণতান্ত্রিক দেশ ও শান্তিপূর্ণ সমাজে উৎসবের এমন রাজনীতিকরণ, উৎসবের এই মেরুকরণ কাঙ্ক্ষিত নয় বলেই মনে করেন দেবাশিস ৷

অন্যদিকে সমাজকর্মী মীরাতুন নাহার বলেন, "ভারতবর্ষ এমন এক দেশ যেখানে ধর্মের ভিত্তিতে স্কুল-কলেজে কিছু করা উচিত নয় ৷ কারণ এখানে সর্বধর্মের সমন্বয়েই সবকিছু হয় ৷ শিক্ষা প্রতিষ্ঠান কখনই ধর্ম পালনের জায়গা নয় ৷ যদি স্কুল, কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে ক্রমে সেখানে ধর্মের প্রাধান্য বাড়বে ৷ পিছনের সারিতে চলে যাবে শিক্ষা !"

Last Updated :Jan 26, 2023, 6:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.