ETV Bharat / state

Saokat Invites Nawsad: ভাঙড়ে তৃণমূলের বিজয় উৎসবে 'ছোট ভাই' নওশাদকে আমন্ত্রণ শওকত মোল্লার

author img

By

Published : Aug 3, 2023, 1:59 PM IST

Updated : Aug 3, 2023, 3:36 PM IST

Saokat Invites Nawsad in TMC celebration in Bhangar: ভাঙড়ে আগামী 13 অগস্ট তৃণমূলের বিজয় উৎসব পালনের অনুষ্ঠানে নওশাদ সিদ্দিকীকে আমন্ত্রণ জানালেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ৷

Saokat Invites Nawsad
নওশাদকে আমন্ত্রণ শওকত মোল্লার

নওশাদকে আমন্ত্রণ শওকত মোল্লার

কলকাতা, 3 অগস্ট: পঞ্চায়েতে ভাঙড়ে ভালো ফল করায় আগামী 13 অগস্ট সেখানে বিজয় উৎসব পালন করবে তৃণমূল কংগ্রেস ৷ সেই বিজয় উৎসবে বিরোধী তথা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আমন্ত্রণ জানালেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ৷ তিনি জানান, সংবাদমাধ্যমে আমন্ত্রণ জানানোর পাশাপাশি তিনি নিজে চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন 'ছোট ভাই' নওশাদকে ৷ উক্ত অনুষ্ঠানে তাঁর নিরাপত্তার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন শওকত মোল্লা ৷

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের সবচেয়ে উত্তেজনাপ্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম ছিল ভাঙড় ৷ মনোনয়ন পেশ থেকে ফলপ্রকাশ - নিত্যদিন লেগে ছিল তৃণমূল কংগ্রেস ও আইএসএফ সমর্থকদের সংঘর্ষ, বোমাবাজি ৷ সেখানেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সাফল্য উদযাপন করতে 13 অগস্ট বিজয় উৎসবের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস ৷ সেই অনুষ্ঠানেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আমন্ত্রণ জানালেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ৷

বৃহস্পতিবার বিধানসভা থেকে বেরিয়ে তিনি বলেন, "ভাঙড়ে 2021 সালে আমরা পরাজিত হয়েছিলাম ৷ পঞ্চায়েত নির্বাচনে আমরা ভাঙড়ে অভূতপূর্ব ফল করেছি ৷ এই কারণে আগামী 13 তারিখ রবিবার শোনপুর সবজি মার্কেটের বড় মাঠে বিজয় উৎসব হবে ৷ ওখানকার যিনি বিধায়ক আছেন, আমি তাঁকে ছোট ভাই বলি, আপনাদের মাধ্যমে তাঁকে আমন্ত্রণ জানাচ্ছি ৷ প্রয়োজনে আমি ওখানকার পর্যবেক্ষক হিসেবে নিজেও তাঁকে একটি চিঠি দেব, তাঁকে এই বিজয় উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাব ৷"

যুযুধান দু পক্ষের নেতা এক মঞ্চে এলে কোনও সমস্যা হবে কি না, এই প্রশ্নের জবাবে শওকত মোল্লা বলেন, "আমি নিজে দায়িত্ব নিচ্ছি ৷ তিনি যদি যান, তাহলে আমি তাঁকে নিজে সেখানে সঙ্গে করে নিয়ে যাব ৷ আর তাঁর সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমার ৷"

আরও পড়ুন: ফুরফুরায় ভাইজান সমর্থকদের বিক্ষোভের মুখে শওকত মোল্লা

নওশাদ ওই অনুষ্ঠানে গেলে তাঁর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেন শওকত মোল্লা ৷

তিনি বলেন, "বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এটুকু আমাদের শিখিয়েছেন যে, কারও বিরুদ্ধে যদি রাগ থাকে, তাহলে সেটিকে পেছনে রেখে গভীর ভাবে, আন্তরিক ভাবে তাঁদের সঙ্গে মেশো ৷ আগামী দিনে ভাঙড়ে শান্তিরক্ষার স্বার্থে বলব, তিনি (নওশাদ) ঘুরিয়ে ফিরিয়ে শান্তির কথা বলেন, তাঁর যদি সেই সৎ সাহস ও সৎ মানসিকতা থাকে, তাহলে আপনি ওই বিজয় উৎসবে আসুন ৷ আমি আন্তরিক ভাবে বলছি, তাঁর সমস্ত দায়িত্ব আমার ৷

তৃণমূলের বিজয় উৎসবে কেন অন্য দলের বিধায়ককে আমন্ত্রণ জানানো হচ্ছে, এই প্রশ্নের জবাবে শওকত মোল্লা বলেন, বিধায়ক মানেই তিনি সরকারি লোক ৷ তিনি যে কোনও রাজনৈতিক দলের হতে পারেন ৷ তিনি বিধায়ক হিসেবে যে কোনও জায়গায় যেতে পারেন ৷ এর আগেও দেখা গিয়েছে, বিজেপির লোকেরা তৃণমূলের মঞ্চে বসে আছেন ৷ এতে কোনও অসুবিধে নেই বলেই মত শকতের ৷

তাঁর দাবি, "আমাদের একটাই লক্ষ্য, ভাঙড়ে শান্তি ফেরানো ৷ সেখানে 144 ধারা জারি ছিল ৷ আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম আপনাদের মাধ্যমে ৷ আদালত সেই আর্জি গুরুত্ব দিয়ে দেখেছে এবং 144 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ সেই বাস্তবতাকে সামনে রেখে আমরা 13 তারিখ বিজয় উৎসবে আমার ছোট ভাই নওশাদকে আমন্ত্রণ জানাচ্ছি ৷ আমার মধ্যে কোনও বিরোধ নেই ৷"

শওকত মোল্লা এ দিন জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ভাঙড়ের উন্নয়নের জন্য 52টি প্রকল্প ঘোষণা করেছেন ৷ আগামী দিনে উন্নয়নের নিরিখে ও শান্তির নিরিখে ভাঙড় মডেল হিসেবে গড়ে উঠবে বলে দাবি করেন তিনি ৷ তাঁর কথায়, "চোর, ডাকাত, সমাজবিরোধীরা দূরে সরে গেলে আর উত্তেজনা থাকার কথা নয় ভাঙড়ে ৷"

Last Updated :Aug 3, 2023, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.