ETV Bharat / state

Duttapukur Blast Rocks Assembly: দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে হইচই বিধানসভায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 1:10 PM IST

Updated : Aug 28, 2023, 1:22 PM IST

Duttapukur Blast Rocks Assembly
হইচই বিধানসভায়

Duttapukur Bomb Explosion Stalls Assembly: দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে তুমুল হইচই বাঁধল বিধানসভায় ৷ এই নিয়ে মুলতুবি প্রস্তাব আনার দাবি জানান শুভেন্দু অধিকারী ৷

কলকাতা, 28 অগস্ট: দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে তুমুল শোরগোল হল বিধানসভায় । মুলতুবি প্রস্তাব এনে বিধানসভায় এই নিয়ে আলোচনার দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে আলোচনা করতে না দিলেও প্রস্তাবটি পড়তে দেন । শুভেন্দু অধিকারী দত্তপুকুর নিয়ে মুলতুবি প্রস্তাব পড়ার পর, সরকার পক্ষের অ্যাকশন টেকেন রিপোর্ট বিধানসভায় জানানোর দাবি তোলেন ৷

তিনি বলেন, স্বরাষ্ট দফতরের জবাব দেওয়ার জন্য মন্ত্রী কখনওই উপস্থিত থাকেন না । এই অবস্থায় পরিষদীয় মন্ত্রী দত্তপুকুর নিয়ে বিবৃতি দিন । কিন্তু অধ্যক্ষ বিরোধীদের এই দাবি গ্রহণ না করায় স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা । এরপরেও অধ্যক্ষ সেদিকে কর্ণপাত না করায় বিধানসভা থেকে ওয়াক আউট করেন তাঁরা ।

প্রসঙ্গত, এ দিন বিধানসভায় প্রবেশের সময়ই দত্তপুকুর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন শুভেন্দু অধিকারী । এ বার তাই নিয়েই বিধানসভার ভেতরে ও বাইরে সরব হলেন তিনি ।

আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

এ দিন শুভেন্দু বলেন, "মানুষের জীবন রক্ষা করার যে প্রতিশ্রুতি, সে বিষয়ে আমরা সরকারের কাছ থেকে অবিলম্বে বিবৃতি দাবি করি ৷ সেই কারণে আমরা বিধানসভার ভেতরে মুলতুবি প্রস্তাব রেখে বাইরে শাউটিং স্লোগান করেছি ৷ পশ্চিমবাংলার জনগণের নিরাপত্তার প্রশ্নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ ৷ তাই লড়াইটা আমরা হাউসের ভেতরে দিচ্ছি ৷ কেন্দ্রীয় সরকার সরাসরি এনআইএ দিতে পারে না ৷ এফআইআর-এ সেই ধারা থাকলে তবে তারা তদন্ত নিতে পারে ৷ এরা সেটা করবে না ৷ তাই আমি বিরোধী দলনেতা হিসেবে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছি ৷ আশা রাখি হাইকোর্ট ব্যবস্থা নেবে এবং এই মামলার তদন্ত এনআইএ-র হাতে যাবে ৷"

তাঁর আরও অভিযোগ, "এই সরকার স্বচ্ছতা নিয়ে চলে না ৷ মুখ্যমন্ত্রী অ্যাকশন টেকেন রিপোর্ট 10 মিনিটে বিধানসভায় জানিয়ে তারপর বক্তৃতা করতে পারতেন না ? তাঁর কাছে বক্তৃতা করাটা, কেন্দ্রে কখন তিনি প্রধানমন্ত্রী হবেন, সেটা তাঁর কাছে প্রথম প্রায়োরিটি ৷"

Last Updated :Aug 28, 2023, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.