ETV Bharat / state

শীতকালীন অধিবেশনের শুরুতেই তপ্ত বিধানসভা, ওয়াক-আউট বিজেপি'র

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 12:36 PM IST

Updated : Nov 28, 2023, 1:23 PM IST

Ruckus in Bengal Assembly
ওয়াক আউট বিজেপির

Ruckus in Bengal Assembly: শীতকালীন অধিবেশনের শুরুতেই হইচই রাজ্য বিধানসভায় ৷ বিরোধীদের মুলতুবি প্রস্তাবে আলোচনার অনুমতি না মেলায় তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি ৷ এরপর তারা বিধানসভা থেকে ওয়াক-আউট করে ৷

শীতকালীন অধিবেশনের শুরুতেই তপ্ত বিধানসভা

কলকাতা, 28 নভেম্বর: শীতকালীন অধিবেশনের শুরুতেই উত্তপ্ত বিধানসভা ৷ মঙ্গলবার বিধানসভায় মুলতবি প্রস্তাব এনেছিল বিরোধী দল । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বিষয়টি পাঠের অনুমতি দিলেও আলোচনার অনুমোদন দেননি । এরই প্রতিবাদে বিধানসভার ভিতরে হইচই শুরু করে দেন বিজেপি বিধায়করা । বিধানসভায় ওঠে চোর ধরো জেল ভরো স্লোগান ৷ ওয়েলে নেমে বিরোধী বিধায়করা স্লোগান তোলেন, "আজ নেই দরকার চোরেদের সরকার"৷ এরপর তীব্র হইচইয়ের মধ্যে বিধানসভা থেকে ওয়াক-আউট করে বিজেপি ৷

সাম্প্রতিককালে বিধানসভার অধিবেশন শুরু হলেই বিরোধীদের হইচইয়ের ছবি নতুন কিছু নয় ৷ আজও তার ব্যতিক্রম হল না ৷ মঙ্গলবার শীতকালীন অধিবেশনের শুরুতে দুর্নীতি নিয়ে বিধানসভায় আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব এনেছিল বিজেপি । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবটি পাঠ করার অনুমতি দেন । প্রস্তাবটি পাঠ করেন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও । কিন্তু অধ্যক্ষ শুধু সেই প্রস্তাব পাঠ করার অনুমতি দিয়েছিলেন ৷ কিন্তু তা নিয়ে আলোচনার অনুমতি দেননি ৷ এই নিয়েই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ৷ বিধানসভার ভিতরে তাঁরা দিতে থাকেন একের পর এক স্লোগান । এরপর অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা ।

যদিও এ বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি, দুর্নীতির বিষয়টি বিচারাধীন ৷ তাই এই নিয়ে বিধানসভায় আলোচনা করা যায় না ৷ সেই কারণেই দুর্নীতি নিয়ে মুলতুবি প্রস্তাব আলোচনার অনুমতি দেওয়া হয়নি ৷ তবুও তা পাঠ করতে দেওয়া হয়েছিল ৷ তবে যে ভাবে বিধানসভায় বিরোধীরা 'চোর ধরো জেল ভরো' স্লোগান দিয়েছেন তা কাঙ্ক্ষিত নয় বলে মত অধ্যক্ষের ৷

এ দিকে, পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এ দিনের বিজেপির বিক্ষোভকে তীব্র কটাক্ষ করেছেন ৷ তাঁর কথায়, "ওরা টিভির পর্দায় বেঁচে থাকতেই এ সব করে ৷ বিজেপি ভালো করেই জানে যে, বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করা যায় না ৷ তবুও তারা টিভি পর্দায় থাকার জন্যই বিধানসভায় হইচই করে বিক্ষোভ দেখিয়ে ওয়াক-আউট করেছে ৷"

আরও পড়ুন:

  1. রক্তচাপ বেড়ে যাওয়ায় এসএসকেএম-এর আইসিইউতে স্থানান্তর জ্যোতিপ্রিয়কে
  2. 'এখন আমি ব্রাত্য', শাহী সভায় আমন্ত্রণ না পেয়ে বললেন 'ক্ষুব্ধ' অনুপম
  3. রাস্তাশ্রী প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে গোসাবায় খুন তৃণমূল বুথ সভাপতি
Last Updated :Nov 28, 2023, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.