ETV Bharat / state

Firhad on Jhalda & Panihati Murder : ঝালদা ও পানিহাটি খুনে যুক্ত থাকতে পারে ভিনরাজ্যের দুষ্কৃতীরা, আশঙ্কা ফিরহাদের

author img

By

Published : Mar 14, 2022, 5:11 PM IST

পুরুলিয়া ও উত্তর 24 পরগনায় কাউন্সিলর খুনে সরগরম রাজ্য রাজনীতি ৷ দোষীদের গ্রেফতারের বিরুদ্ধে চলছে স্থানীয়দের বিক্ষোভ ৷ এই দু‘টি খুনে ভিনরাজ্যের দুষ্কৃতীরা জড়িত রয়েছে বলে অনুমান মন্ত্রী ফিরহাদ হাকিমের (Bobi Hakim on Jhalda and Panihati Murder Case) ৷

firhad hakim
ঝালদা ও পানিহাটি খুনে ভিনরাজ্যের দুষ্কৃতীদের হাত থাকতে পারে, বললেন ফিরহাদ

কলকাতা, 14 মার্চ : "এভাবে এক এক করে মেরে আমাদের শেষ করা যাবে না । তৃণমূলের শক্তি এত সহজে ক্ষয় করা যাবে না ৷" পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুন প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad on Jhalda & Panihati Murder) ।

তবে পানিহাটি ও ঝালদায় কাউন্সিলর খুনে দুঃখপ্রকাশ করেন তিনি ৷ এই দুই খুনে ভিনরাজ্যের দুষ্কৃতীদের হাত থাকতে পারে বলে অনুমান মন্ত্রীর ৷ তাঁর কথায়, ‘‘ঝালদার অদূরেই ঝাড়খণ্ড আর পানিহাটির কাছেই ব্যারাকপুর, যেখানে পরিযায়ী মানুষরা বেশি থাকেন ৷ তাই দুই জায়গায় খুনে ভিনরাজ্যের দুষ্কৃতীদের জড়িত থাকার কথা এড়ানো যাচ্ছে না (Reaction of Firhad Hakim on Jhalda & Panihati Murder) ৷’’

ঝালদা ও পানিহাটি খুনে ভিনরাজ্যের দুষ্কৃতীদের হাত থাকতে পারে, বললেন ফিরহাদ

অন্যদিকে, ঝালদার কাউন্সিলর খুনে থানার আধিকারিকদের যুক্ত থাকার অভিযোগ তুলেছে পরিবার ৷ সেই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন,"যখন পরিবারের কেউ মারা যান, তখন সকলে শোকস্তব্ধ থাকেন । সেখানে কিছু লোকজন গিয়ে তাদের কাছে অনেক কিছু বলেন । আর শোকাতুর পরিবারের লোকজন তখন এতটাই ভেঙে পড়েন যে, তাঁদের যা বলানো হয় তাই বলেন । এই সময়ে পরিবার সংবাদমাধ্যমের সামনে কী দাবি করল তাতে তো আইন ব্যবস্থা চলে না । তাতে প্রশাসন চলে না । সবই চলে প্রমাণের উপরে নির্ভর করে । সংবাদমাধ্যমে কিছু বলে দিলে তার কোনও কিছুই প্রমাণ হয় না ।"

এই দু‘টি ঘটনাতেই নিরপেক্ষ তদন্তের কথা বলেন ফিরহাদ হাকিম ৷

আরও পড়ুন : Jhalda Congress councillor murder : ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় আটক নিহতের দাদা ও ভাইপো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.