ETV Bharat / state

Rathin Ghosh: কেন্দ্রীয় প্রকল্প বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি রাজ্যের মন্ত্রীর

author img

By

Published : Dec 29, 2022, 7:00 PM IST

Rathin Ghosh slams Centre for closing PMGKAY from next year onward
ফাইল ছবি ৷

'প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা' (Pradhan Mantri Garib Kalyan Ann Yojana) বা পিএমজিকেএওয়াই (PMGKAY) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই পদক্ষেপ সঠিক নয় বলেই মনে করছেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী (Food and Supplies Minister of West Bengal) রথীন ঘোষ (Rathin Ghosh) ৷

সমালোচনায় সরব মন্ত্রী ৷

কলকাতা, 29 ডিসেম্বর: নতুন বছর (2023) পড়তেই বন্ধ হয়ে যাচ্ছে 'প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা' (Pradhan Mantri Garib Kalyan Ann Yojana) বা পিএমজিকেএওয়াই (PMGKAY) ৷ কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনা করলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী (Food and Supplies Minister of West Bengal) রথীন ঘোষ (Rathin Ghosh) ৷ তাঁর মতে, কেন্দ্রের আরও একবার এই সিদ্ধান্ত বিবেচনা করে দেখা উচিত ৷ একইসঙ্গে, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷

তথ্য বলছে, পশ্চিমবঙ্গের প্রায় 5 কোটি 50 লক্ষ মানুষ প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতাধীন ৷ তাঁদের অধিকাংশ গ্রামের বাসিন্দা ৷ এছাড়াও, শহরাঞ্চলের গরিব মানুষও এই প্রকল্পের সুবিধা পান ৷ তাই প্রকল্প বন্ধ হয়ে গেলে এই বিপুল সংখ্য়ক মানুষ অসুবিধায় পড়বেন ৷ এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ কিন্তু, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, জানি না ৷ কেন কেন্দ্রের মনে হল, আর কারও এই প্রকল্পের প্রয়োজনীয়তা নেই ? আমরা মনে হয়, বিষয়টি কেন্দ্রের আরও একবার বিবেচনা করে দেখা উচিত ৷"

আরও পড়ুন: শুধু বন্দে ভারতের উদ্বোধন নয়, বাংলাকে প্রায় 8 হাজার কোটির প্রকল্প দেবেন মোদি

এই প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, সম্প্রতি তৃণমূল সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে পিএমজিকেএওয়াইয়ের মেয়াদ 2023 সালের জুন মাস পর্যন্ত বাড়ানোর আবেদন করেছিলেন ৷ কিন্তু, সেই আবেদন গ্রাহ্য না হওয়ায় তিনি হতাশ হয়েছেন ৷ তাঁর মতে, আমজনতার স্বার্থেই কেন্দ্রের উচিত পিএমজিকেএওয়াই আরও কিছুদিন চালিয়ে নিয়ে যাওয়া ৷

এর পাশাপাশি, জাতীয় খাদ্য সুরক্ষা (National Food Security) প্রকল্পের সম্ভাব্য নাম বদল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রথীন ৷ তিনি বলেন, "শুনছি, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম বদলে দেওয়া হবে ৷ সেটি করে দেওয়া হবে প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা যোজনা ৷ এটা কেন হবে ? যাঁদের এখানকার (রাজ্য়ে কেন্দ্রীয় প্রকল্পের) নাম বদলে প্রবল আপত্তি রয়েছে, তাঁরাই আবার কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়ার কথা বলছেন ! এটা তো হয়েছিল রাজীব গান্ধির আমলে ৷ তাহলে এমনটা কেন করা হবে ?"

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা বন্ধের কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনা করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুও ৷ তিনি এই প্রসঙ্গে বলেন, "কোভিড এখনও শেষ হয়নি ৷ কিছু দেশে এটি এখনও খুব বেশি ছড়াচ্ছে ৷ কোভিড যে অর্থনৈতিক সীমাবদ্ধতার সূচনা করেছিল, তাও দেশের মানুষ এখনও পুনরুদ্ধার করতে পারেনি ৷ তাই দেশের মানুষের স্বার্থে কেন্দ্রকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে ৷" কেন্দ্রীয় পদক্ষেপের বিরোধিতায় রাস্তায় নেমে প্রতিবাদেরও সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.