ETV Bharat / state

Rape Allegation against TMC Leader: কাঁথির তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা, গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Jan 24, 2023, 2:41 PM IST

Calcutta High Court ETV Bharat
কলকাতা হাইকোর্ট

কাঁথির তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলায় (Rape Allegation against TMC Leader) তদন্তকারী অফিসারের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত ৷

কলকাতা, 24 জানুয়ারি: কাঁথির তৃণমূল ছাত্রনেতার (Contai TMC leader) বিরুদ্ধে ধর্ষণ (Rape Allegation against TMC Leader) মামলায় তদন্তকারী অফিসারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট ৷ তদন্তকারী অফিসারের ভূমিকায় বিরক্ত হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা (Calcutta High Court)। অবিলম্বে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে ।

কাঁথির ওই তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে ধর্ষণ করে তার ভিডিয়ো তুলে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে । এই ঘটনার তদন্তে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে গা ছাড়া মনোভাব দেখানোর অভিযোগ করেছেন স্বয়ং বিচারপতি ৷ তদন্তকারী অফিসারকে বিচারপতি মান্থা বলেন, "বলতে কোনও দ্বিধা নেই যে আপনি অভিযুক্ত সম্পর্কে দুর্বলতা দেখাচ্ছেন । আপনার জন্য কিছু অপ্রাসঙ্গিক বিষয় আদালতে এসে পড়ছে । অভিযুক্ত কোথায় আছে আপনি সবটাই জানেন । কিন্তু ইচ্ছে করে আপনি ধরছেন না । আপনার গা ছাড়া মনোভাব কোর্টের নজর এড়াচ্ছে না ।"

অভিযুক্তের আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, "ভিডিয়ো ক্লিপ কোথায় ? আপনার মক্কেল পলাতক । তারপরেও বলছেন, আগাম জামিনের আবেদন করা হয়েছে ! গত শুনানিতে আত্মসমর্পণের নির্দেশের পরে কী করে আগাম জামিনের আবেদন করেন ?"

আরও পড়ুন: 2.29 লক্ষ কোটি টাকার গরমিল মামলায় ক্যাগ ও অর্থ সচিবকে পার্টি করার নির্দেশ আদালতের

বিচারপতি নির্দেশে বলেন, শুভদীপ গিরির দুই আইনজীবীর বক্তব্য দু রকমের । কলকাতা হাইকোর্টে মামলার পরেই নির্যাতিতার বাড়িতে হামলা হয় । সেখানে কোনও পুলিশ পিকেট দেওয়া হয়নি । আদালত পুলিশের তদন্তের গতি দেখে একেবারেই সন্তুষ্ট নয় । তদন্তকারী অফিসারের ভূমিকা সন্তোষজনক নয় । অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করতে হবে পুলিশকে । অভিযুক্তদের আইনজীবীর বক্তব্য সন্তোষজনক নয় । তিনি তদন্ত এড়ানোর চেষ্টা করছেন । আগামিকাল অর্থাৎ মঙ্গলবার নিম্ন আদালতে আগাম জামিনের শুনানি । আগামিকালই ফের হাইকোর্টে শুনানি হতে পারে মামলাটির । নিম্ন আদালতের নির্দেশ দেখে ফের এই মামলার শুনানি করবে কলকাতা হাইকোর্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.