ETV Bharat / state

Rajya Sabha Election: রাজ্যের 7 আসনে রাজ্যসভা আসনে ভোট ঘোষণা, তৃণমূলের 6 ও বিজেপির 1 আসনে জয় প্রায় নিশ্চিত

author img

By

Published : Jun 27, 2023, 10:31 PM IST

ETV Bharat
ETV Bharat

রাজ্যের 7 রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই হতে চলেছে নির্বাচন ৷ মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ৷

কলকাতা, 27 জুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রচারপর্বের মধ্যেই রাজ্যসভার নির্বাচন ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন । আগামী 24 জুলাই বাংলার 7টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে । এই 7টি-র মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছটি আসনে জয় নিশ্চিত । একটি আসনে জয় নিশ্চিত বিজেপিরও ।

প্রসঙ্গত ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব এবং প্রদীপ ভট্টাচার্য এই ছয় সংসদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই নির্বাচন ঘোষণা করা হয়েছে । একইসঙ্গে কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের টিকিটের জেতা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ায় সপ্তম আসনটিও খালি হয় ৷ এবার এই সাতটি আসনেই একসঙ্গে নির্বাচন হতে চলেছে । কিন্তু যেহেতু সপ্তম আসনটিতে আগেই নির্বাচন হয়ে গিয়েছিল সেখানে এবছর আর নতুন করে নির্বাচন হবে না । দলীয় মনোনয়নের ভিত্তিতে এই আসন জিততে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।

আরও পড়ুন: টমেটোর মূল্যবৃদ্ধি মোদির ভুল নীতির কারণেই, তোপ কংগ্রেসের; শীঘ্রই কমার আশ্বাস কেন্দ্রের

অন্যদিকে, বাকি ছয় আসনে জয়ের জন্য প্রয়োজন আসন পিছু 41 এর কিছু বেশি ভোট ৷ আর ষষ্ঠ আসনে নিশ্চিত বিজেপিরও । যেহেতু দ্বিতীয় কোনও আসনে জয়ের জন্য কোনও চেষ্টাই চালাবে না বিজেপি তাই ধরে নেওয়ায় যায় ভোটাভুটি ছাড়াই এবার এই রাজ্যসভার নির্বাচন সম্পন্ন হতে চলেছে রাজ্য বিধানসভায় । তৃণমূল সূত্রে খবর, অধিকাংশ আসনেই পুরনোদেরই মনোনীত করা হবে । তবে এক-দু'টি আসনে হয়তো মুখ বদলাতে পারে বলেও অসমর্থিত সূত্রের খবর । এই অবস্থায় কারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছে সেটাই এখন দেখার । আর কাকেই বা বিজেপি মনোনয়ন দিচ্ছে তা নিয়েও থাকছে প্রশ্ন । উল্লেখ্য, আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ তার কয়েকদিন পরেই হচ্ছে রাজ্যসভার ভোট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.