ETV Bharat / state

রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার ! খুশি আইপিএস মহলের একাংশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 9:13 PM IST

Etv Bharat
Etv Bharat

New DG of WB Police: বৃহস্পতিবার অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তিনি এবার হচ্ছেন রাজ্য পুলিশের উপদেষ্টা । অন্যদিকে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন রাজীব কুমার । ডিজি নিয়ে তিনজনের প্যানেল কেন্দ্রের কাছে পাঠিয়েছিল রাজ্য সরকার । রাজীব কুমার, রাজেশ কুমার ও সঞ্জয় মুখোপাধ্যায়ের মান দেওয়া হয়েছিল। নবান্ন সূত্রে খবর, যতদিন না পর্যন্ত কেন্দ্রের থেকে সবুজ সংকেত আসছে, ততদিন ডিজি-র দায়িত্ব সামলাবেন রাজীব কুমারই ।

কলকাতা, 27 ডিসেম্বর: ইতিমধ্যেই রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে বসানো হয়েছে একসময় কলকাতার প্রাক্তন নগরপাল আইপিএস রাজীব কুমার। একাধিক আইপিএস আধিকারিক আশা করছিলেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদে স্থায়ীভাবে রাজীব কুমারকে পেতে পারেন । কারণ হিসাবে, আইপিএস মহলের দাবি; সেক্ষেত্রে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগে একাধিক উন্নতি হতে পারে।

সারদা কাণ্ডে নাম জড়িয়েছিল রাজীব কুমারের । সেই রাজীবকেই এবার রাজ্য পুলিশের সর্বোচ্চ বদে বসালেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । তবে আইপিএস মহলের ওপরের একটি অংশ রাজীব কুমারকে স্থায়ী ডিজি হিসেবেও দেখতে চেয়েছিলেন। এর কারণ স্বরূপ তারা একাধিক কারণকে সামনে আনছেন । অন্যতম কারণ হিসেবে অনেকেই বলছেন যে, রাজ্যের একাধিক নাম করা নেতা-নেত্রীর সঙ্গে খুব ভালো দহরম-মহরম রয়েছে এই আইপিএসের। এমনকী এই আইপিএস অফিসারের বিরুদ্ধে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নজর রেখেছিল ।

বলা হয়েছিল সারদা কাণ্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল গায়েব হয়েছিল রাজীব কুমারের নির্দেশে এবং তাঁর নজরদারিতেই। এর জন্য একাধিকবার রাজীব কুমারকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এমনকী রাজীব কুমার যখন কলকাতা পুলিশের নগরপাল ছিলেন, তখন কলকাতা পুলিশ কমিশনারের বাসভবনেও হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর বারংবার তাঁকে নোটিশ পাঠানো হয়। তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। আইপিএস মহলের একাংশের দাবি যে, এই আধিকারিক সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতস কাঁচের তলায় রয়েছেন, তিনি রাজ্য পুলিশের মাথায় কীভাবে বসতে পারেন ? যদিও এই বিষয়ে প্রকাশ্যে কোন আইপিএস আধিকারিক মুখ খুলতে চাননি।

আগামিকাল অর্থাৎ, বৃহস্পতিবার অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তিনি এবার হচ্ছেন রাজ্য পুলিশের উপদেষ্টা । অন্যদিকে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন রাজীব কুমার । ডিজি নিয়ে তিনজনের প্যানেল কেন্দ্রের কাছে পাঠিয়েছিল রাজ্য সরকার । রাজীব কুমার, রাজেশ কুমার ও সঞ্জয় মুখোপাধ্যায়ের মান দেওয়া হয়েছিল। নবান্ন সূত্রে খবর, যতদিন না পর্যন্ত কেন্দ্রের থেকে সবুতসংকেত আসছে, ততদিন ডিজি-র দায়িত্ব সামলাবেন রাজীব কুমারই।

আরও পড়ুন:

  1. পরবর্তী ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিকা
  2. লোকসভা নির্বাচনের আগে শেষ গঙ্গাসাগর মেলা, প্রস্তুতিতে একগুচ্ছ পদক্ষেপ মমতার
  3. রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার এর আগে সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.