ETV Bharat / state

বেহালায় সুরের মূর্ছনা ছড়ানো ভগবানের পাশে দাঁড়ালেন রাজ

author img

By

Published : Jun 23, 2021, 9:56 AM IST

Raj Chakraborty
Raj Chakraborty

দরিদ্র প্রতিভাবান বেহালা বাদক ভগবান মালির পাশে রাজ চক্রবর্তী ৷ তাঁর থাকার ব্যবস্থা করলেন ৷ তাঁর রুজি রোজগারের প্রতিশ্রুতি দিলেন পরিচালক তথা তৃণমূল এই বিধায়ক ৷

কলকাতা ,23 জুন : মানবিক রাজ ৷ ভবঘুরে দক্ষ বেহালা বাদকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চলচ্চিত্র পরিচালক ও ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ৷ ব্যবস্থা করে দিলেন থাকার জায়গার ৷ সেইসঙ্গে আশ্বাস দিলেন, পেশাদার সংগীত জগতে বেহালা বাজানোর সুযোগ দেবেন তাঁকে ৷

আগের বছরই দেখা মিলেছিল ভবঘুরে এই বেহালা বাদকের ৷ কলকাতার গলিতে গলিতে বেহালা বাজিয়ে বিষণ্ণ কলকাতার বুকে প্রাণ সঞ্চার করে বেড়াচ্ছিলেন তিনি ৷

আরও পড়ুন : ঝাপসা হচ্ছে চোখের আলো, তবু বাতাসে সুর ছড়াচ্ছেন ভগবান

নাম তাঁর ভগবান মালি ৷ বয়স 71 ৷ মালদার বাসিন্দা ৷ লকডাউনের কারণে ফিরতে পারেননি তাঁর গ্রামে ৷ গান গেয়ে, বেহালা বাজিয়েই সংসার চলে ৷ তবে আগের বছর লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় তাঁর রুজি রোজগার ৷

Raj Chakraborty
দুপুরের গরম রোদে বেহালা বাজানোয় মগ্ন ভগবান

পথে ঘাটে গান গেয়ে, বেহালা বাজিয়ে কোনওরকমে দিন কাটাচ্ছিলেন তিনি ৷ বয়স বেড়েছে ৷ দু'চোখে ছানি ৷ তবুও তাঁর শৈল্পিক সত্ত্বায় বয়সের ছাপ পড়তে দেননি ৷

আরও পড়ুন : লকডাউনে সুর ছড়িয়ে বেঁচে থাকার রসদ খুঁজছেন ভগবান

22 ফেব্রুয়ারি ইটিভি ভারতে ফের প্রকাশিত হয় ভগবানের খবর ৷ মূহূর্তেই ভাইরাল হন ভগবান ৷ তাঁর বেহালা বাজানোর অসাধারণ দক্ষতা দৃষ্টি আকর্ষণ করে রাজ চক্রবর্তীর ৷

Raj Chakraborty
রাস্তার ধারে বেহালায় সুর তুলেছেন ভগবান

এবিষয়ে রাজ কথা বলেন মন্ত্রী শশী পাঁজার সঙ্গে ৷ এরপরই ভগবানের থাকার ব্যবস্থা ও সংগীত জগত থেকে ভগবানের রোজগারের বন্দোবস্ত করতে তৎপর হন তিনি ৷ রাজের এই সিদ্ধান্তে খুশি ভগবান সহ তাঁর পরিবার এবং নেটিজেনরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.