ETV Bharat / state

Vice Chancellor of Alia University: আলিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্যকে ঘিরে বিক্ষোভ

author img

By

Published : Apr 22, 2022, 8:25 AM IST

ফের আলিয়া বিশ্ববিদ্যাবলয়ের উপাচার্য ঘেরাও ৷ বৃহস্পতিবার দীর্ঘক্ষণ পড়ুয়ারা ঘেরাও করে রাখেন নয়া উপাচার্য আবু তাহের কামরুদ্দিনকে ৷ হস্টেলের পানীয় জলের সমস্যা-সহ একাধিক দাবিতে পড়ুয়ারা এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে (Vice Chancellor of Alia University)৷

Vice Chancellor of Alia University
ফের উপাচার্য ঘেরাও আলিয়া বিশ্ববিদ্যালয়ে

কলকাতা, 22 এপ্রিল : আবারও উত্তপ্ত আলিয়া বিশ্ববিদ্যালয় ৷ ফের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘেরাও করে রাখা হল উপাচার্যকে ৷ হস্টেলের পানীয় জল-সহ একাধিক সমস্যা সমাধানের দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে ফাইনাল বর্ষের পড়ুয়ারা উপাচার্য ডঃ আবু তাহের কামরুদ্দিনকে ঘেরাও করে রাখে দীর্ঘক্ষণ (Vice Chancellor of Alia University)৷

পড়ুয়াদের অভিযোগ, হস্টেলে পানীয় জলের সমস্যা আছে ৷ সেই সঙ্গে আমফানের সময় হস্টেল বিল্ডিং ও কলেজের একাংশে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তা এখনও মেরামত হয়নি ৷ এছাড়াও কলেজের লিফট দীর্ঘদিন ধরে বিকল হয়ে গেলেও তা সংস্কার হয়নি ৷ অনলাইনে পরীক্ষার দাবিও জানান পড়ুয়ারা ৷ এদিন উপাচার্য কামারুদ্দিনকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রেখে নিজেদের দাবি জানান তাঁরা ৷ উপাচার্যকে ডেপুটেশনও দেওয়া হয় ৷ পরে উপাচার্যের আশ্বাসে ঘেরাও তুলে নেন পড়ুয়ারা ৷

আরও পড়ুন: Vice-Chancellor of Aliah University : আলিয়ায় নয়া উপাচার্য পদে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান

এই প্রসঙ্গেই পড়ুয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই দাবিগুলো দীর্ঘদিনের ৷ একাধিকবার জানানো সত্ত্বেও বিশিববিদ্যালয়ের পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি ৷ তাই এদিন তাঁরা উপাচার্যকে সমস্ত বিষয়টি জানান ৷ তবে উপাচার্য ডঃ আবু তাহের কামরুদ্দিন জানিয়েছেন আগামী 15 দিনের মধ্য পড়ুয়াদের উল্লিখিত সমস্যা সমাধান করা হবে ৷

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথার রেস টেনেই রেজিস্টার নুরুস সালম জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে । এই বিষয়ের বিভাগীয় প্রধানদের সঙ্গে আগামিকাল একটি অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই এই বিশ্ববিদ্যায়ের উপাচার্য মহম্মদ আলির উপর চড়াও হয়েছিল ছাত্ররা ৷ যার নেতৃত্বে ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন প্রেসিডেন্ট গিয়াসঊদ্দিন মণ্ডল ৷ এর ফলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেন উপাচার্য মহম্মদ আলি ৷ সেই ক্ষোভ থেকেই উপাচার্য পদের মেয়াদ বৃদ্ধির খবরে অসন্তুষ্ট বহিষ্কৃত ছাত্রনেতা গিয়াসঊদ্দিন তার দলবল নিয়ে চড়াও হয় উপাচার্যের ঘরে ৷ তাদের বিরুদ্ধে উপাচার্যের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে (Vice Chancellor of Aliah University assaulted by a group of students) ৷ ইন্টারনেটে ভাইরাল সেই ভিডিও ৷ এই ঘটনার পরই উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন মহম্মদ আলি ৷ এর কিছুদিন পর আলিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য হিসেবে দায়িত্ব দেন ডঃ আবু তাহের কামরুদ্দিন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.