ETV Bharat / state

Panchayat Elections 2023: রক্তক্ষয়ী ভোট! প্রতিবাদ জানিয়ে কমিশনে স্মারকলিপি সংগ্রামী যৌথ সংগ্রামী মঞ্চের

author img

By

Published : Jul 9, 2023, 7:11 PM IST

Etv Bharat
Etv Bharat

পঞ্চায়েত নির্বাচন উঠে এসেছে একাধিক হিংসার ঘটনা ৷ ভোট লুঠ, আবার কোথাও ব্যালট বক্স পোড়ানো, কোনও কিছুই বাদ যানি ৷ ঘটেছে প্রাণহানির ঘটনা ৷ এই সব কিছুর প্রতিবাদে এবার নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা সংগ্রামী যৌথ সংগ্রামী মঞ্চের ৷

কলকাতা, 9 জুলাই: পঞ্চায়েত নির্বাচন ঘিরে টুকরো টুকরো হিংসার ছবি শনিবার দেখেছে বাংলাবাসী ৷ কোথাও ভোট লুঠ, আবার কোথাও ব্যালট বক্স পোড়ানো, গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে গিয়ে আমজানতার আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটছে ৷ এখানেই শেষ নয়, আক্রান্ত হয়েছে পুলিশও ৷ কার্যত সব মিলিয়ে শনিবারের পঞ্চায়েত নির্বাচন ছিল সন্ত্রাসপূর্ণ ৷ এই সব কিছু জানিয়েই রাজ্যনির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷ রক্তক্ষয়ী এই ভোটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কমিশনে স্মারকলিপিও জমা দিয়েছেন যৌথ মঞ্চের সদস্যরা । সোমবার নাগরিক মিছিলেরও ডাক দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ ।

সংগ্রামী যৌথ মঞ্চ আগেই ঘোষণা করেছিল ভোটের দিন পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে হবে ভোট কর্মীদের । যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হবে । ভোট কর্মীরা কোথাও কোনও সমস্যায় পড়লে বা অস্বাভাবিক পরিবেশ তৈরি হলে সেই অভিযোগ তাঁরা এই কন্ট্রোলরুমে জানাবেন । সেইমতো শনিবার দিনভর প্রায় বারো’শো অভিযোগ জমা পড়েছে এই কন্ট্রোলরুমে । যার অধিকাংশ হল ভোট লুঠের অভিযোগ ৷ জানিয়েছেন ভোট কর্মীরা ।

যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কমিশনের স্মরকলিপি দিয়ে জানান, 1200 বেশি অভিযোগ জমা পড়েছে যৌথ মঞ্চের খোলা কন্ট্রোল রুমে । সেই অভিযোগ কমিশনে জমাও দেওয়া হয়েছে । বুথের মধ্যে থাকা ভোট কর্মীরাও সন্ত্রস্ত ছিলেন, এমনটাই অভিযোগ যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের । তাই কমিশনের কাছে ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কাউন্টিং সেন্টারের ভিতর এবং বাইরে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছেন নির্বাচনের ফল প্রকাশের দিন ।

পাশাপাশি 'সন্ত্রাসের ভোট' নিয়ে প্রতিবাদ জানিয়ে সোমবার বিকেল চারটে নাগাদ সুবোধ মল্লিক স্কয়ার থেকে নাগরিক মিছিলের ডাকও দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ । ভবিষ্যতে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে পারে বলে জানানো হয়েছে এই মঞ্চের পক্ষ থেকে ।

আরও পড়ুন : ভোটের দিন তৃণমূল শান্ত ছিল, নইলে মৃত্যুর সংখ্যা বাড়ত; দাবি শান্তনুর

ভোট কর্মীদের একাংশ বুথের অভ্যন্তরের ভিডিও তুলে বিভিন্ন সংবাদ মাধ্যমকে দিয়েছেন বলে একটি অভিযোগ উঠেছে ৷ সেই প্রসঙ্গে যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, বুথে যদি কোন অশান্তি হয়ে থাকে ভোট লুট হয় সেই ছবি যদি বাইরে দেওয়া হয় তাহলে কমিশনের উচিত তাদের ব্যর্থতার স্বীকার করে নিয়ে ক্ষমা চাওয়া । এটা নিয়ে কমিশন আইনি ব্যবস্থা নিলে যৌথ মঞ্চ সেই মতো পদক্ষেপ গ্রহণ কররে বলে জানিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.