ETV Bharat / state

Kolkata Medical College: নির্বাচনের দাবি না-মানলে আন্দোলন চলবে, জানালেন কলকাতা মেডিক্যালের পড়ুয়ারা

author img

By

Published : Dec 6, 2022, 10:55 PM IST

সোমবার থেকে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন মঙ্গলবারও অব্যাহত কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College) ৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন পড়ুয়ারা (students of Kolkata Medical College demand for election) ৷

ETV Bharat
Kolkata Medical College protest

কলকাতা, 6 ডিসেম্বর: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ (Kolkata Medical College) ৷ সোমবার রাত থেকে অধ্যক্ষের ঘরের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়ারা ৷ ফলে দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে ঘেরাও হয়ে রয়েছেন অধ্যক্ষ-সহ একাধিক অধ্যাপক ৷ অভিযোগ উঠেছে মেডিক্যাল পড়ুয়াদের ওই আন্দোলনের জেরে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ৷ সুপার-সহ হাসপাতাল আধিকারিকরা আটক থাকায় প্রভাব পড়ছে হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে (student protest in Kolkata Medical College) ৷

যদিও এই অভিযোগের পরেও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা ৷ তাঁদের দাবি অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে ৷ মঙ্গলবার আন্দোলনরত পড়ুয়ারা এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তাঁরা জানান, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে উচ্চস্তর থেকে নির্দেশ আসায় এখন নির্বাচন করা যাবে না ৷ 22 ডিসেম্বর নির্বাচন হবে অধ্যক্ষই বলেছিলেন । সেই বয়ান কীভাবে এখন বদলে যায়? আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা চান পুরনো সূচি মেনেই নির্বাচন হোক, অন্যথায় তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন (students of Kolkata Medical College demand for election) ৷

আরও পড়ুন: নির্বাচনের দাবিতে অটল পড়ুয়ারা, অচলাবস্থা কলকাতা মেডিক্যাল কলেজে

জানা গিয়েছে, এদিন কলকাতা মেডিক্যাল কলেজের সেন্ট্রাল ল্যাব সকাল 9টার পরিবর্তে দুপুর 12টায় খোলে ৷ অভিযোগ, পড়ুয়াদের আন্দোলনের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ এই প্রসঙ্গে তাঁরা জানান, স্যাররা বলেছেন তাঁরা কোনও নোটিশ দেননি । তাঁরাও জানেন না কেন বন্ধ ছিল ল্যাব । আন্দোলনকারীদের বক্তব্য, তাঁরা সরাসরি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত নন, তাই কেন পরিষেবা ব্যহত হচ্ছে বিষয়টি তাঁদের জানা নেই ৷ স্যারেরা আসছেন, সই করছেন ও জরুরি বিভাগও চালু রয়েছে বলে দাবি আন্দোলনকারীদের (student union election of Kolkata Medical College)৷

আন্দোলনের জেরে আটকে পড়ে এদিন অসুস্থ হয়ে পড়েন নার্স সুপারিন্টেন্ডেন্ট ৷ তাঁকে অবশ্য পরে বাইরে যেতে দেন আন্দোলনকারীরা ৷ তাঁর সঙ্গে ছেড়ে দেওয়া হয় পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট হেড ও এক ফার্মাকোলজিস্টকেও ৷ অধ্যক্ষ-সহ আটকে পড়া চিকিৎসক ও আধিকারিকদের চিকিৎসার জন্য পড়ুয়ারা একটি মেডিক্যাল টিম গঠন করেছে বলেও জানানো হয়েছে ৷

আন্দোলনকারীদের দাবি, এদিন তাঁদের উপর চড়াও হন এক শিক্ষক ৷ 2 পড়ুয়ার জামা ছিঁড়ে দেওয়া হয় ৷ তবে শিক্ষকদের পালটা দাবিল এই আন্দোলনে বহিরাগতরা যোগ দিয়েছে তাই তাদের বের করে দেওয়া হয়েছে ৷ যদিও আন্দোলনকারীরা জানিয়েছেন, কোনও বহিরাগত আসেনি, এসেছিলেন প্রাক্তনীরা ৷ আন্দোলনস্থলে নিরাপত্তারক্ষাদের আসতে দিতেও নারাজ পড়ুয়ারা ৷ সব মিলিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে অচলাবস্থা আজও অব্যাহত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.