ETV Bharat / state

সুদ-জরিমানা মকুব, কিস্তিতে বকেয়া সম্পত্তি কর; নির্দেশিকা কলকাতা পৌরনিগমের

author img

By

Published : Oct 3, 2020, 11:01 PM IST

আজ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এই ওয়েভার স্কিমের সূচনা করেন । তিনি জানান, প্রথমবার 100 শতাংশ জরিমানা মকুব করা হচ্ছে । এর আগে কোনও পৌর বোর্ড এই সুবিধা দেয়নি নাগরিকদের । তিনি আরও জানান, আগামী 31 ডিসেম্বরের মধ্যে আবেদন করলে তবেই মিলবে এই ওয়েভার স্কিমের সুবিধা ।

waiver scheme of kolkata municipal corporation

কলকাতা, 3 অক্টোবর : এই প্রথমবার ওয়েভার স্কিমে সুদ ও জরিমানা মকুবের সঙ্গে মিলবে কিস্তিতে বকেয়া কর জমা দেওয়ার সুবিধা । এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সুদ ও জরিমানা মকুবের সঙ্গে সহজ কিস্তিতে বকেয়া সম্পত্তি জমা দেওয়ার নির্দেশিকা ঘোষণা করলেন । আগামী বছর 28 ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ বকেয়া কর জমা দিলে 100 শতাংশ সুদ ও জরিমানা মকুবের সুবিধা মিলবে । ও পরবর্তী 31 মে-এর মধ্যে বকেয়া সম্পত্তির কর জমা দিলে 60 শতাংশ সুদে ও 99 শতাংশ জরিমানা মকুব করবে কলকাতা পৌরনিগম । সেই সঙ্গে এই প্রথমবার কিস্তিতে সম্পত্তি কর জমা দেওয়ার সুবিধা চালু করা হল ।

আজ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এই ওয়েভার স্কিমের সূচনা করেন । তিনি জানান, প্রথমবার 100 শতাংশ জরিমানা মকুব করা হচ্ছে । এর আগে কোন পৌর বোর্ড এই সুবিধা দেয়নি নাগরিকদের । তিনি আরও জানান, আগামী 31 ডিসেম্বরের মধ্যে আবেদন করলে তবেই মিলবে এই ওয়েভার স্কিমের সুবিধা ।

তিনি জানান, কলকাতা পৌরনিগম নাগরিকদের উপর করের পরিমাণ বৃদ্ধি করতে চায় না বর্তমান পরিস্থিতিতে । তবে সম্পত্তি করের আওতায় বিস্তার করা লক্ষ্য । শহরে যত অ্যাসেসমেন্ট বিহীন সম্পত্তি আছে সেইসব সম্পত্তিতে দ্রুত মূল্যায়ন করে করের আওতায় আনতে হবে । সম্পত্তি করের পরিমাণ বৃদ্ধি না করলেও সম্পত্তি করের আওতায় নিয়ে আসতে হবে শহরের সব সম্পত্তি ।

ফিরহাদ হাকিম জানান, কলকাতা শহরে 144 টি ওয়ার্ডের নাগরিকরা পৌর পরিষেবা ভোগ করলে পৌরকর সময় মতো দিতে হবে । এবং কর আদায়ের জন্য পৌর আধিকারিকদের টার্গেট বেঁধে দিয়েছেন পৌরনিগমের মুখ্য প্রশাসক । কলকাতা পৌরনিগম কর আদায় করার জন্য অনলাইনে এক পরিষেবা চালু করেছে । হোয়াটসঅ্যাপে আবেদন জানিয়ে সম্পত্তির মূল্যায়ন করার সুবিধা চালু করেছে কলকাতা পৌরনিগম । যাতে আরও বেশি সংখ্যক মানুষ সঠিক সময়ে কর জমা দিতে আগ্রহী হয় তার জন্যই এই ব্যবস্থা । ওয়েভার স্কিমের ফর্ম কলকাতা পৌরনিগমের সদরদপ্তরসহ সবকটি বোরো অফিসের 20টি কাউন্টারে মিলবে । সেই সঙ্গে অনলাইনে কলকাতা পৌরনিগমের ওয়েবসাইট ও কলকাতা পৌরনিগমের অ্যাপে এই সুবিধা থাকছে ।

এদিন ওয়েভার স্কিমের সূচনাতেই মুখ্য প্রশাসকের হাতে সুদ ও জরিমানাবিহীন কর জমা দেন বেশ কয়েকজন গ্রাহক । কলকাতা পৌরনিগমের কোষাগারের অবস্থা বেহাল । ঘূর্ণিঝড় আম্ফান ও করোনা ভাইরাস মোকাবিলায় কলকাতা পৌরনিগমের বিপুল অর্থ ব্যয় হয়েছে কলকাতা পৌরনিগমের । কলকাতা পৌরনিগমের বেহাল কোষাগারের হাল ফেরাতে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পৌরনিগম । অনাদায়ে কর আদায় করার উপর জোর দিচ্ছে কলকাতা পৌরনিগম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.