ETV Bharat / state

Bhabanipur bypoll BJP Candidate : ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল

author img

By

Published : Sep 10, 2021, 12:03 PM IST

Updated : Sep 10, 2021, 2:16 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায় বনাম প্রিয়াঙ্কা টিবরেওয়াল
মমতা বন্দ্যোপাধ্যায় বনাম প্রিয়াঙ্কা টিবরেওয়াল

ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মহিলা প্রার্থীকেই দাঁড় করাল বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ ওই কেন্দ্রে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বিজেপি প্রার্থী ৷

কলকাতা, 10 সেপ্টেম্বর : ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ অন্যদিকে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ কেন্দ্রে মিলন ঘোষ ও জঙ্গিপুর কেন্দ্রে সুজিত দাসের নাম বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় এদিন ।

বিজেপি সূত্রে খবর, ভবানীপুর উপনির্বাচনে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করা নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যে মতানৈক্য তৈরি হয় ৷ ভবানীপুর অঞ্চলের বেশ কিছু বিজেপি নেতা প্রিয়াঙ্কাকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছিলেন না । তাঁদের মতে, ভবানীপুরের মতো কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল যোগ্য প্রতিদ্বন্দ্বী নন । তাই প্রথমবার যে 6 জনের নাম দিল্লিতে শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছিল, সেখানে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নাম থাকলেও পরে তাঁর নাম বাদ যায় ৷ সূত্রের দাবি, দক্ষিণ কলকাতার জেলা নেতৃত্বের পক্ষ থেকেও দিল্লিতে বা রাজ্য নেতৃত্বের কাছে প্রিয়াঙ্কার নাম প্রস্তাব করা হয়নি । কিন্তু তা সত্ত্বেও শেষমেশ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে লড়াইয়ে প্রিয়াঙ্কাকেই বেছে নিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷

আরও পড়ুন : Srijeeb Biswas: ভবানীপুরের মানুষকে নিজের স্বার্থরক্ষায় ব্যবহার করেন মুখ্যমন্ত্রী, একান্তে বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাস

দলের আরেকটি সূত্রের দাবি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও নাকি তাঁর নাম দিল্লিতে পাঠাননি । তা হলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াকওভার দেওয়ার জন্যই জেনেবুঝে প্রিয়াঙ্কাকে প্রার্থী করা হয়েছে ? সেই প্রশ্ন উঠেছে বিজেপির একাংশে । সূত্রের খবর, প্রিয়াঙ্কাকে প্রার্থী করায় ভবানীপুরের স্থানীয় নেতৃত্বের মধ্যেও চাপা ক্ষোভ তৈরি হয়েছে ৷ ভাবানীপুরে বিজেপি নেতৃত্ব একজন ভূমিপুত্রকেই প্রার্থী করার দাবি জানিয়েছিল ।

যদিও এই বিষয়টিকে নিছক মিথ্যে রটনা বলে গুরুত্ব দিতে রাজি নন বিজেপি প্রার্থী ৷ তিনি প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, "দলের মধ্যে কোনও ক্ষোভ নেই । বিজেপির মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই । এটা তৃণমূলের মিথ্যে রটনা । পার্টির সবস্তরের মানুষ আমাকে চাইছেন । আজ থেকে আমি জোরকদমে প্রচার শুরু করব ।"

  • ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী @impriyankabjp'কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। #Vote4BJP pic.twitter.com/h0fOl32lfs

    — BJP Bengal (@BJP4Bengal) September 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভবানীপুর তৃণমূলের শক্তিশালী ঘাঁটি হিসেবেই পরিচিত ৷ 2011-র বিধানসভা উপনির্বাচন ও 2016-র বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে জিতেছেন ৷ অন্যদিকে কালীঘাটের হরিশ মুখার্জি রোডের আরেক চ্যালেঞ্জার বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাস ৷ তিনি অবশ্য ভবানীপুরের বিজয় মুখার্জী লেনের বাসিন্দা । তিনিও পেশায় আইনজীবী । ছাত্র রাজনীতি থেকে উঠে এসে বর্তমানে আইনজীবী সেলের জনপ্রিয় নেতা ।

Last Updated :Sep 10, 2021, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.