ETV Bharat / state

President Praises Bengal-Mamata: বাংলা ও মুখ্যমন্ত্রীর প্রশংসার সঙ্গে ‘জয় বাংলা’ও বললেন রাষ্ট্রপতি

author img

By

Published : Mar 27, 2023, 8:23 PM IST

সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Bengal Govt Felicitate President Droupadi Murmu) ৷ তিনি ভাষণের সময় বাংলা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন ৷ জয় বাংলাও বলেন ৷

President Praises Bengal-Mamata
President Praises Bengal-Mamata

কলকাতা, 27 মার্চ: রাষ্ট্রপতি ভোটে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেনি তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এমনকী রাষ্ট্রপতি হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সরকারের এক মন্ত্রীর ‘কুমন্তব্য’ ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল ৷ কিন্তু সেই সব বিতর্ক দূরে সরিয়ে সোমবার রাষ্ট্রপতিকে জমকালো নাগরিক সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ সরকার ৷ যা দেখে রাষ্ট্রপতিও যে আপ্লুত তা তাঁর ভাষণেই বোঝা গেল ৷ বললেন, ‘‘বাংলা খুব মিষ্টি ভাষা, বাংলায় এসে মাটির টান অনুভব করছি ।’’ এমনকী ভাষণের একেবারে শেষে দেশের প্রথম নাগরিককে ‘জয় বাংলা’ও বলতে শোনা গেল ৷

প্রসঙ্গত, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক রাজ্য সরকার হলেও আমন্ত্রিত ছিলেন সরকারি আমলা থেকে পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সেনা আধিকারিকরাও । ছিলেন চলচ্চিত্র শিল্পী থেকে বিভিন্ন সংবাদমাধ্যমের শীর্ষকর্তারাও । সেখানে বাংলার প্রশস্তি বাক্যই শোনা গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গলায় (President Droupadi Murmu Praises Bengal)।

তিনি বলেন, ‘‘আজ বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান নেতাজির ভূমিতে আমি গিয়েছিলাম, এবং গিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমিতে । স্বাধীনতার আন্দোলনের সময় এই বাংলা থেকে আন্দোলনের স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল । তাই এই ভূমিকে আমি প্রণাম করছি ।’’ তিনি তুলে ধরেন ক্ষুদিরাম বসুর কথা । শহিদ ক্ষুদিরাম, বিনয়-বাদল-দীনেশকে শ্রদ্ধা জানান তিনি । তাঁর গলাতেই শোনা যায়, ‘‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো আমি ।’’

তিনি বলেন, ‘‘বাংলা ভাষা আমার খুব মিষ্টি লাগে । যখন এই ভাষা শুনি মনে হয় গ্রামের আশেপাশেই আছি । এমনই এই ভাষার সুবাস ।’’ তাৎপর্যপূর্ণ ভাবে এদিন রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে সত্যজিত্‍ রায়, উত্তম কুমার, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও । বাংলাকে সম্মান জানাতে গিয়ে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাও বলতে ভুলেননি তিনি । রাষ্ট্রপতির বক্তব্যে উঠে এসেছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কথাও । তিনি যে এই বাংলার সুপুত্র ছিলেন সে কথা তিনি আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন ।

তিনি বলেন, ‘‘আমার ভাবতে ভালো লাগছে আজকে আমাকে যেখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তার অনতিদূরেই রয়েছে সিধু কানু ডহর । বাংলা তথা কলকাতার মানুষ যে আদিবাসী সমাজের যোগদানের কথা মনে রেখেছেন, সেটা ভেবে ভালো লাগছে ।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘বেলুড় মঠে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি ।’’

এদিন মুখ্যমন্ত্রীর প্রশংসাও শোনা গিয়েছে রাষ্ট্রপতির গলায় (President Droupadi Murmu Praises Mamata) । তিনি বলেন, ‘‘দেখলাম আদিবাসী শিল্পীদের সঙ্গে মিলে বাদ্যযন্ত্র বাজালেন । তাঁদের সঙ্গে মিলে আদিবাসী নৃত্য পরিবেশন করলেন । আমার খুব ভালো লেগেছে । কারণ, এগুলি সাম্যের প্রতীক । সবাইকে সম্মান দেওয়া, সবাইকে সম গুরুত্ব দেওয়া । সবাইকে আপন করে নেওয়ার কুশল মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে রয়েছে । আমি প্রশংসা করছি । এর জন্য তাঁকে ধন্যবাদ দিতে চাইছি ।’’ এদিন তাৎপর্যপূর্ণভাবে রাষ্ট্রপতিকে বক্তব্যের শেষে 'জয় বাংলা' বলতেও শোনা যায় ।

আরও পড়ুন: দেশকে বিপর্যয় থেকে বাঁচাতে সংবিধান রক্ষা করুন, রাষ্ট্রপতির কাছে আর্জি মুখ্যমন্ত্রী মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.