ETV Bharat / state

Blind Students Demand Braille Library: প্রেসিডেন্সিতে দৃষ্টিহীন পড়ুয়াদের দাবি ব্রেইল লাইব্রেরির

author img

By

Published : Jan 14, 2023, 10:41 PM IST

Presidency University
দৃষ্টিহীন পড়ুয়াদের দাবি

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য দাবি উঠল অডিয়ো বুক এবং ব্রেইল লাইব্রেরির (Blind Students Demand Braille Library) ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

কলকাতা, 14 জানুয়ারি: দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য নেই পরিকাঠামো । স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পড়তে এসে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের । তাই এবার দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য অডিয়ো বুক এবং ব্রেইল লাইব্রেরি তৈরি করার দাবি উঠল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) ।

দৃষ্টিহীন পড়ুয়াদের দাবি: অনেক স্বপ্ন নিয়ে দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ভর্তি হয় বহু পড়ুয়ারা । তাঁদের মধ্যে অনেকেই আবার বিশেষভাবে সক্ষম । অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির মতো এখানেও পড়াশোনা করতে আসে দৃষ্টিহীন পড়ুয়ারাও । ক্লাসে অধ্যাপদের পড়া শুনে নিজেদের মতো করে পড়াশোনা করলেও প্রয়োজন বইয়ের । তবে এই ক্ষেত্রে তাঁদের সমস্যায় পড়তে হয় । কারণ প্রেসিডেন্সির মতো একটি নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নেই । এমনকী এখানে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য কোনও কমিটিও নেই । তাই এবার তাঁদের কথা মাথায় রেখে অডিয়ো বুক এবং ব্রেইল লাইব্রেরির পাশাপাশি একটি কমিটি গঠনের দাবি উঠল ।

প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক দৃষ্টিহীন ছাত্রের আক্ষেপ: তিনি বলেন, "ক্লাসে লেকচার শোনার পরেও আরও অনেক বই থেকে নোট নিতে হয় । কলেজের লাইব্রেরিতে গিয়ে আমাদের কী লাভ ? আমাদের মতো পড়ুয়াদের জন্য কোনও সুযোগ-সুবিধাই তো নেই । অডিয়ো বুক লাইব্রেরি না থাকার কারণে আমরা পঠনপাঠনে অনেকটা পিছিয়ে পড়ি । একটা অডিয়ো বুক লাইব্রেরির পরিষেবা থাকাটা আমাদের অধিকার ।"

কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি আনন্দরূপা ধর বলেন, "সহপাঠীদের এভাবে সমস্যায় পড়তে দেখে আমরা বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি তুলে ধরেছি । আবারও আমরা ডেপুটেশন দিলাম । তাতে ছাত্রছাত্রীদের জন্য অডিয়ো বুক, ব্রেইল লাইব্রেরি এবং 'ইন্টারনাল কমিটি ফর দ্যা স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস'-এর পুনর্গঠনের দাবি জানানো হয়েছে । ডিন অব স্টুডেন্টস আমাদের এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ।"

তিনি আরও বলেন, "ইউজিসি বারবার গাইডলাইন দিয়েছে বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের গুরুত্ব দেওয়ার নির্দেশিকা হিসেবে । তবুও, বহু বিশ্ববিদ্যালয় এই বিষয়ে উদাসীন । এ খুব আশ্চর্যজনক ৷ যখন আমাদের শিক্ষাব্যবস্থার পরিসর আরও উন্মোক্ত করতে হবে, তখন বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের বঞ্চিত করা হচ্ছে । আমরা আমাদের দাবিতে অনড় থাকব ।" বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক বলেন, "এই বিষয়টি আমাদের কাছে এসেছে । সমস্ত ছাত্রছাত্রী যাতে উপকৃত হতে পারে সেই দিকে কর্তৃপক্ষের নজর রয়েছে ।"

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি বিভাগ চালুর আর্জি এখনও আটকে রাজ্য শিক্ষা দফতরেই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.