ETV Bharat / state

Santiniketan Poush Mela: পৌষমেলা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই হবে কি না সিদ্ধান্ত বিশ্বভারতীর, নির্দেশিকায় বলল হাইকোর্ট

author img

By

Published : Dec 6, 2022, 5:31 PM IST

Updated : Dec 6, 2022, 7:09 PM IST

শান্তিনিকেতন পৌষমেলা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরেই হবে কি না সিদ্ধান্ত নিতে হবে বিশ্ববিদ্যালয়কেই, নির্দেশ হাইকোর্টের (Santiniketan Poush Mela) ৷

Santiniketan Poush Mela
ETV Bharat

কলকাতা, 6 ডিসেম্বর: বিশ্বভারতীর ভিতরেই পৌষমেলা হবে কি না, সেই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়কেই নিতে হবে ৷ মঙ্গলবার এক নির্দেশিকায় এমনটাই জানাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Calcutta High Court on Poush Mela)। ডিভিশন বেঞ্চের কথায়, পৌষমেলার সঙ্গে যেমন ঐতিহ্য জড়িয়ে আছে, একইসঙ্গে পরিবেশ দূষণ একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় । তাই বিশ্ববিদ্যালয় সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহণ করবে ।

আরও পড়ুন: ধর্ষণ ঠেকাতে গ্রাম বাংলায় 'আলো জ্বালাতে' উদ্যোগী হল হাইকোর্ট

মঙ্গলবার, মামলার শুনানিতে বোলপুর শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটির তরফে আইনজীবী জয়দীপ কর বলেন, "ট্রাস্ট তৈরি হয়েছিল মেলা সংগঠিত করার জন্য । পৌষমেলা বাইরের কোনও মাঠে হতে পারে না । তার একটা ঐতিহ্য রয়েছে যা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জুড়ে আছে । হ্যাঁ, স্টল যাতে সঠিকভাবে বসানো হয় তা খতিয়ে দেখার জন্য জেলাশাসককে দায়িত্ব দেওয়া হোক । পুলিশ, রাজ্যকে সুস্থ ভাবে ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হোক ।"

আরও পড়ুন: পৌষমেলার মাঠ দিতে নারাজ বিশ্বভারতী, লিখিত দিতে নির্দেশ হাইকোর্টের

অন্যদিকে মামলাকারী বলেন, "প্রায় 100 বছরের বেশি এই মেলা হচ্ছে । এইভাবে সরানো যায় না মেলা । গঙ্গাসাগর মেলা যেমন গঙ্গাসাগর থেকে সরানো যায় না এটাও তেমন।" এই প্রসঙ্গেই বিশ্বভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় পরিবেশ আদালত একাধিকবার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে মেলা করা হলে পরিবেশের সাংঘাতিক ক্ষতি হবে । তাই বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনওভাবেই মেলা করা যাবে না । রাজ্যের তরফে আইনজীবী অনির্বাণ রায় বলেন, "আগের বার বিশ্ববিদ্যালয় থেকে 2কিলোমিটার দূরে হয়েছিল পৌষমেলা । কোনও অভিযোগ আসেনি । এবারও সেই মাঠেই হতে পারে পৌষ মেলা।"

সবপক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, বিশ্বভারতীর ভিতরেই মেলা হবে কি না, বিশ্ববিদ্যালয়কেই সিদ্ধান্ত নিতে হবে ৷

Last Updated : Dec 6, 2022, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.