ETV Bharat / state

Political Ramification of Rishra: 'সন্ত্রাসের রামনবমী' ! পঞ্চায়েত নির্বাচনের আগে কার লাভ, কার ক্ষতি ?

author img

By

Published : Apr 3, 2023, 3:41 PM IST

রিষড়ার ঘটনা পর্যবেক্ষণ করার পর কার্যত রাজনৈতিক বিশ্লেষকদের প্রাথমিক ধারণা, রাজ্য় এবং কেন্দ্রের শাসকদল যৌথভাবে পরিকল্পনামাফিক রাজ্য়ের রাজনৈতিক সমীকরণকে পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের মতো করে সাজিয়ে নিতে চাইছে ৷

Etv Bharat
বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই রামনবমীর তরজা

হায়দরাবাদ, 3 এপ্রিল: গত তিন-চার দিনে কয়েকটি জায়গায় রামনবমীর অশান্তিকে ঘিরে কার্যত উত্তপ্ত রাজ্য-রাজনীতি ৷ কিন্তু বিজেপির এটা প্রথমবার রামনবমী উদযাপন নয় ৷ আর রাজ্য় সরকারের সঙ্গে এই ইস্য়ুতে বিজেপি'র কোন্দলও নতুন কোনও বিষয় নয় ! তবে কেন আচমকা এবারে আদা-জল খেয়ে মাঠে নেমেছে বিজেপি ? রামনবমীর মিছিল ঘিরে যেখানেই কোনও সংঘর্ষ ঘটেছে সেখানেই বারবার ছুটে যেতে দেখা যাচ্ছে বিজেপির ছোট-বড়-মাঝারি মাপের নেতাদের ৷

রাজনৈতিক বিশ্লেষকদের প্রাথমিক ধারণা, রাজ্য় এবং কেন্দ্রের শাসকদল যৌথভাবে রাজ্য়ের রাজনৈতিক সমীকরণকে পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের মতো করে সাজিয়ে নিতে চাইছে ৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নিয়োগ দুর্নীতি ইস্য়কে হাতিয়ার করে বিজেপি যতটা না এখানে ভোটের বাজার গরম করতে পেরেছে. তার থেকে অনেক বেশি লভ্য়াংশ তুলে নিয়ে গিয়েছে বাম-কংগ্রেস ৷ যার তাজা প্রমাণ সাগরদিঘিতে জোট পদপ্রার্থী বাইরন বিশ্বাসের জয় ৷ পাশাপাশি তৃণমূলের কাছেও বার্তা যায়, এখানে কিছুটা হলেও নড়বড়ে হয়েছে সংখ্য়ালঘু ভোট ব্য়াংক ৷ আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে যা জোড়াফুলের ভাগ্য়াকাশে সিঁদুরে মেঘ হিসাবে ফুটে উঠেছে ৷

নিয়োগ দুর্নীতি নিয়ে দল যতটা না ভাবিত, রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, মেরুকরণের রাজনীতি তার চেয়ে অনেক বেশি চিন্তায় ফেলেছিল রাজ্য়ের শাসকদলকে ৷ অন্য়দিকে গত লোকসভা, তারপর বিধানসভা এবং হালে বিধানসভা উপনির্বাচনে ক্রমান্বয়ে কমেছে বিজেপির ভোট শতাংশ ৷ সাগরদিঘিতে যা কার্যত তলানিতে ঠেকেছে ৷ এই অবস্থায় তৃণমূল এবং বিজেপি উভয়ের কাছেই জমি ফিরে পাওয়ার জন্য় একে অপরের সহযোগিতার প্রয়োজন ছিল বলেই দাবি করছে রাজনৈতিক মহল ৷ একদিকে, হিন্দুত্ববাদকে সামনে এনে ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করতে রামনবমীকে হাতিয়ার করে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি ৷ আর তাতেই সংখ্য়ালঘু ভোটকে ফের ফিরে পেতে বিজেপির সেই অ্য়াজেন্ডাকে সহায়তা করছে তৃণমূলও ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, রামনবমী ইস্য়ু আদতে জেনে-বুঝেই বিজেপির হাতে তুলে দিয়েছে রাজ্য়ের শাসকদল ৷ রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্বনাথ চক্রবর্তীর কথায়, "রামনবমীর বিষয়টি খুব সূক্ষ্ম উপায়ে দুই দল মিলিতভাবে করেছে ৷ আমরা সাগরদিঘি ভোটের পরই বলেছিলাম রাজ্য়ে এই ধরনের অস্থিরতা তৈরি করা হবে ৷ বিজেপির পক্ষে বিরোধী হিসাবে টিকে থাকতে হলে হিন্দু ভোটটা ঐক্য়বদ্ধ করার ডাক দেওয়া ছাড়া অন্য় উপায় নেই ৷ রামনবমীর এই পুরো বিষয়টি তৈরি করেছে তৃণমূল ৷ তাতে ইন্ধন জোগান দিয়েছে বিজেপি ৷ এটা আদতে বিভাজনের রাজনীতির অন্য় এক রূপ ৷ তৃণমূল-বিজেপি মিলেই এটা তৈরি করেছে ৷" তাঁর দাবি, একদিকে বাস-কংগ্রেসকে আটকানোর প্রয়াস অন্য়দিকে রাজ্য়ে বিরোধী দল হিসাবে টিকে থাকার লড়াই এখন পঞ্চায়েত ভোটের আগে বিজেপির কাছে সবচেয়ে বড় চ্য়ালেঞ্জ ৷ আর বিজেপির সেই হিন্দুত্ববাদের রাজনীতিকে জিইয়ে রাখতে এবং বামেদের আটকাতেই পদ্ম শিবিরকে সাহায্য করছে তৃণমূল ৷

আরও পড়ুন: সংখ্যালঘুদের রক্ষায় হিন্দুদের কাছে আবেদন মমতার, 6 তারিখ সতর্ক থাকার বার্তা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.