ETV Bharat / state

JU Student Death: যাদবপুর কাণ্ডে গ্রেফতার আরও 3, ধৃত বেড়ে 12

author img

By

Published : Aug 18, 2023, 6:28 PM IST

Updated : Aug 18, 2023, 11:03 PM IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে পড়ুয়া মৃত্যুর ঘটনায় শুক্রবার আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শুক্রবার যাদবপুর থানায় ডেকে 3 জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ তাদের মধ্যে একজন যাদবপুরের বর্তমান ছাত্র, বাকি 2 জন প্রাক্তনী ৷ পরে এদিন রাতে তাদের গ্রেফতার করে পুলিশ ৷

ETV Bharat
যাদবপুরকাণ্ডে 2 প্রাক্তনী ও 1 পড়ুয়াকে থানায় ডেকে জেরা

কলকাতা, 18 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে পড়ুয়া মৃত্যুর ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ ৷ ফলে এখনও পর্যন্ত এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 12 ৷ শুক্রবার বিকেল থেকে যাদবপুর থানায় ডেকে বিশ্ববিদ্যালয়ের এক বর্তমান পড়ুয়া ও 2 জন প্রাক্তন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে জানা গিয়েছে ৷ পরে তাদের গ্রেফতার করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, 9 অগস্ট অর্থাৎ ঘটনার দিন রাতে ওই হস্টেলে একাধিকবার ছাত্ররা জিবি বৈঠকে বসে , সেখানে কয়েকজন প্রাক্তনীও উপস্থিত ছিল ৷ একটি নির্জন ফাঁকা মাঠে ওই জিবি বৈঠক হয় বলে খবর ৷ লালবাজার সূত্রের খবর সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত ছিল ওই তিনজনও ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে তদন্তের শুরুতেই গ্রেফতার করেছিল পুলিশ ৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, ঘটনার দিন রাতেই সৌরভ চৌধুরীর নেতৃত্বে ওই হস্টেল সংলগ্ন এক ফাঁকা মাঠে চারবার জিবি বৈঠক হয়েছিল । ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে 9 জনকে আগেই গ্রেফতার করেছে লালবাজারে গোয়েন্দা বিভাগ । তাদের মধ্যে 4 জন প্রাক্তনী, বাকিরা বর্তমান পড়ুয়া ছিল ৷ এদিনের গ্রেফতারির পর ধৃত প্রাক্তনীর সংখ্যা বেড়ে হল 6 ও বর্তমান পড়ুয়ার সংখ্যাও 6 ৷

আরও পড়ুন: মৃত্যুর আগে জোর করে যাদবপুরে পড়ুয়ার জামা খোলানো হয়েছিল, দাবি তদন্তকারীদের

এদিন দুপুরে যাদবপুর থানায় ঢোকেন কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) বিদিশা কালীতা । জানা গিয়েছে, ডিসি (এসএসডি)-এর নেতৃত্বেই এই তিনজনের জিজ্ঞাসাবাদ চলে ৷ তাদের বয়ানে বেশকিছু অসঙ্গতিও ধরা পড়ে ৷ তারপরেই তাদের গ্রেফতার করা হয় ৷

গত 9 অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের প্রথম বর্ষের এক পড়ুয়ার ৷ এই ঘটনায় ইতিমধ্যেই ব়্যাগিং বিষয়টি উঠে এসেছে ৷ এই মৃত্যুর ঘটনা খুন না আত্মহত্যা, ঘটনার আগে ঠিক কী কী ঘটেছিল তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

Last Updated : Aug 18, 2023, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.