ETV Bharat / state

Gariahat Double Murder : গড়িয়াহাট জোড়া খুন কাণ্ডে গ্রেফতার আরও 1

author img

By

Published : Oct 29, 2021, 10:19 AM IST

পুলিশি আনাগোনা কমে যাওয়ায় ভেবেছিল কেস ধামাচাপা পড়ে গিয়েছে ৷ আর তাই নিজের বাড়ির অদূরে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয় গড়িয়াহাট জোড়া খুন কাণ্ডের আরও এক অভিযুক্ত ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না ৷ সেখান থেকেই রাত তিনটে নাগাদ অভিযুক্ত সঞ্জয় মণ্ডলকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দারা ৷

Gariahat Double Murder
Gariahat Double Murder

কলকাতা, 29 অক্টোবর : পুলিশি ধরপাকড় একটু কমতেই জেলায় ফিরে নিজের বাড়ির অদূরে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিল সে ৷ কিন্তু সেখানেও পুলিশ পৌঁছে যাওয়ায় সেপটিক ট্যাঙ্কের পাশে লুকিয়ে পড়ে ৷ তাতেও শেষরক্ষা হল না ৷ সেখান থেকেই আজ রাত তিনটে নাগাদ গ্রেফতার হয় গড়িয়াহাট জোড়া খুন কাণ্ডে আরও এক অভিযুক্ত পেশায় টোটোচালক সঞ্জয় মণ্ডল । দক্ষিণ 24 পরগনার পারুলিয়ায় নিজের গ্রাম থেকেই সঞ্জয়কে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

ঘটনার সময় গড়িয়াহাটের কাকুলিয়া রোডের ওই বাড়িতে উপস্থিত ছিল সঞ্জয় । এমনটাই দাবি পুলিশের । আজই ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ । এই নিয়ে গড়িয়াহাটের জোড়া খুন কাণ্ডে মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ ।

কাকুলিয়া রোডের এই জোড়া খুন কাণ্ডের তদন্তে নেমে কোনও দিক খতিয়ে দেখতে ছাড়ছেন না তদন্তকারীরা । হোমিসাইড সূত্রের খবর, প্রধান অভিযুক্ত ভিকি বালিগঞ্জের একটি নিরাপত্তা সংস্থায় কাজ করত । তদন্তে নেমে ওই সংস্থার অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পারেন ঘটনার দিন বিকেলে ভিকির সঙ্গে অজ্ঞাত পরিচয় এক যুবক দেখা করতে যায় কনস্ট্রাকশন সাইটে । দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও চলে ।

তবে কে সেই অজ্ঞাত পরিচয় যুবক ? খুঁজে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা । মিঠু হালদারের ঠিক করে দেওয়া তিনজনের বাইরে কি তাহলে আরও কেউ এই খুনের সঙ্গে যুক্ত রয়েছে ? উত্তর খুঁজছেন গোয়েন্দারা ৷

আরও পড়ুন : Gariahat double Murder : গড়িয়াহাট জোড়া খুনে ভিকি’র সঙ্গী বড় কোনও অপরাধী ! সন্দেহ গোয়েন্দাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.