ETV Bharat / state

Police Constable Arrest for Snatching : রক্ষকই ভক্ষক ! ব্যবসায়ীর থেকে 20 কেজি রূপো ছিনতাইয়ে গ্রেফতার কনস্টেবল

author img

By

Published : May 12, 2022, 10:11 PM IST

সাহায্য করার নামে গাড়ি করে নিয়ে গিয়ে এক ব্যবসায়ীর থেকে 20 কেজি রূপো ছিনতাই করে গ্রেফতার নিউটাউন ইকোপার্ক থানার এক কনস্টেবল (Police Constable Arrest for Snatching) ৷ তাকে গ্রেফতার করে শিয়ালদা জিআরপি ৷ বাকি দুই সঙ্গীর খোঁজে চলছে জিজ্ঞাসাবাদ ৷

Police Constable Arrest for Snatching
ধৃত কনস্টেবল

বিধাননগর, 12 মে : কুড়ি কেজি রূপো ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার বিধাননগর পুলিশের এক কনস্টেবল (Police Constable Arrest by Sealdah grp due to Snatching 20 kg Silver)। গ্রেফতার করল শিয়ালদা জিআরপি । ধৃতের নাম সোমনাথ দাস ৷ বাগুইআটি এলাকার বাসিন্দা ।

জিআরপি সূত্রে খবর, চলতি বছরের 22 ফেব্রুয়ারি ঝাড়খন্ডের বাসিন্দা এক ব্যবসায়ী কলকাতার বড় বাজার থেকে 20 কেজি রূপো কিনে শিয়ালদা স্টেশনে যান বাড়ি ফিরে যাওয়ার জন্য । সেখানে টিকিট না পেয়ে বিধাননগর স্টেশনে এলে ধৃত কনস্টেবল সোমনাথ দাস-সহ মোট তিনজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীকে ট্যাক্সিতে তোলে ৷ এরপর বিভিন্ন জায়গায় ঘোরানোর পর দমদমে নামিয়ে দিয়ে ব্যবসায়ীর কাছে থাকা রূপো নিয়ে চম্পট দেয় ।

এই ঘটনার পর ওই ব্যবসায়ী শিয়ালদা জিআরপিকে গোটা ঘটনা জানালে তদন্তে নামেন জিআরপি আধিকারিকরা । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় বিধাননগর পুলিশে কর্মরত ইকোপার্ক থানার কনস্টেবল সোমনাথ দাসকে । ইতিমধ্যেই তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাকি দুই সঙ্গীর পরিচয় জানতে ৷

আরও পড়ুন : Snatching in Jalpaiguri : পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই, এটিএম লুঠের চেষ্টা; অপরাধের আঁতুড় ঘর জলপাইগুড়ি !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.