ETV Bharat / state

Sukanta Meets PM Modi: সুকান্তর কাছে পঞ্চায়েত ভোটে বঙ্গ বিজেপির সাফল্যের প্রশংসা মোদির

author img

By

Published : Jul 25, 2023, 2:37 PM IST

Updated : Jul 25, 2023, 3:07 PM IST

Sukanta Meets PM Modi
Sukanta Meets PM Modi

PM Modi Meets Sukanta Majumdar's Family: মঙ্গলবার স্বপরিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেখানে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সাফল্য নিয়েও সুকান্তর সঙ্গে মোদির কথা হয় ৷ পঞ্চায়েতের সাফল্য নিয়ে বঙ্গ বিজেপির প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷

নয়াদিল্লি, 25 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সাফল্যের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বঙ্গ বিজেপির সভাপতির কাছে এই প্রশংসা করেছেন তিনি ৷ এ দিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এই কথাই জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷

সংসদ চত্বরে দাঁড়িয়ে এ দিন সুকান্ত মজুমদার বলেন, ‘‘পরিবারের সদস্য়দের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম ৷ তার মধ্যেও উনি কিছু রাজনৈতিক কথাও বলেছেন ৷ পঞ্চায়েত নির্বাচনে যা আসনে জয় হয়েছে, তার প্রশংসা করেছেন ৷ এত অত্যাচারের পর, এত কারচুপির পরও 11 হাজার আসন পেয়েছে বিজেপি, সেই জয়ের প্রশংসা করেন ৷ বলেন যে আপনারা ভালো লড়াই করেছেন ৷ ভালো আসন এসেছে ৷’’

স্বপরিবারে মোদির কাছে সুকান্ত: মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে স্বপরিবারে হাজির হন বঙ্গ বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷ তাঁর সঙ্গে তাঁর স্ত্রী ও দুই মেয়ে ছিল ৷ প্রধানমন্ত্রীর হাতে কিছু উপহারও তুলে দিতে দেখা যায় সুকান্তকে ৷ সেই অরাজনৈতিক আলাপচারিতার ফাঁকেই বাংলার রাজনৈতিক প্রসঙ্গও ওঠে বলে সুকান্ত মজুমদার জানিয়েছেন ৷ পাশাপাশি বাংলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ কেমন চলছে, সেই বিষয়েও এ দিন সুকান্তর কাছ থেকে খোঁজ খবর নেন ৷ সেই সময়ই পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ বিজেপির সাফল্যের জন্য সুকান্ত মজুমদারের কাছে প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷

  • #WATCH | After meeting PM Modi, West Bengal state BJP president Sukanta Majumdar, says "We had discussions about the recent WB Panchayat elections and the violence during polls. He also enquired about the development works in the state. PM appreciated the fact that even after… pic.twitter.com/8tmzbCaXn8

    — ANI (@ANI) July 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পঞ্চায়েত ভোটে বিজেপির পারফরম্যান্স: এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সাফল্য অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ৷ গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সবক্ষেত্রেই আসন সংখ্যার নিরিখে অন্যবারের ফল টপকে গিয়েছে গেরুয়া শিবির ৷ আগের থেকে অনেক বেশি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করতে পেরেছে তারা ৷ কিন্তু কোনও জেলা পরিষদ বিজেপির দখলে আসেনি ৷ তার পরও আগের থেকে ফল ভালো হওয়ায়, তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ৷

PM Modi Meets Sukanta Majumdar's Family
পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির কাছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার
PM Modi Meets Sukanta Majumdar's Family
সুকান্ত মজুমদারের মেয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে বিজেপির মহিলা প্রার্থীকে বিবস্ত্র করে অত্যাচার, বিস্ফোরক অভিযোগ সুকান্তর

বঙ্গ বিজেপি অবশ্য বারবার দাবি করেছে যে এবার পঞ্চায়েতের ফল তারা অনেক ভালো করতে পারত ৷ কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস হিংসার আশ্রয় নিয়ে, প্রশাসনকে ব্যবহার করে গণনায় কারচুপি করে অনেক হেরে যাওয়া আসন দখল করে নিয়েছে ৷ সুকান্তর দাবি, হিংসা সত্ত্বেও বিজেপির সাফল্যে মুগ্ধ প্রধানমন্ত্রী ৷ তারই প্রশংসা করেছেন তিনি ৷

Last Updated :Jul 25, 2023, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.