ফের নেওয়া হোক টেট পরীক্ষা, মামলা কলকাতা হাইকোর্টে

author img

By

Published : Feb 1, 2021, 3:21 PM IST

Kolkata High Court
ফাইল ছবি ()

গত চার বছরে আরও কয়েক লাখ চাকরিপ্রার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন । কিন্তু তাঁরা পরীক্ষায় বসার সুযোগ পাননি । তাঁদেরও যাতে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয় সেই দাবি তুলে আদালতে মামলা করলেন চাকরিপ্রার্থীদের একাংশ ।

কলকাতা, 1 ফেব্রুয়ারি : অবিলম্বে টেট পরীক্ষা নেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা । গতকাল প্রায় আড়াই লাখ প্রার্থী টেট পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন । কিন্তু, তার বাইরে আরও লাখ লাখ প্রার্থী পরীক্ষায় বসার সুযোগ পাননি । 2017 সালের আবেদনের ভিত্তিতে গতকাল নেওয়া হয়েছে পরীক্ষা । কিন্তু গত চার বছরে আরও কয়েক লাখ চাকরিপ্রার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন । কিন্তু তাঁরা পরীক্ষায় বসার সুযোগ পাননি । এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বছর টেট পরীক্ষা নেওয়ার কথা । কিন্তু রাজ্য সরকার তা নিতে ব্যর্থ হয়েছে । তাই অবিলম্বে টেট পরীক্ষা নেওয়া হোক । এই দাবিতেই কলকাতা হাইকোর্টে মামলা করলেন দেবাশিস এডবরসহ শতাধিক চাকরিপ্রার্থী । মামলা দায়ের হয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে ।

টেট পরীক্ষার ঠিক আগেই কয়েকশো চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাতে তাঁদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয় সেই দাবিতে । 28 জানুয়ারি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ 500-র বেশি চাকরিপ্রার্থীকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার নির্দেশ দেন প্রাইমারি শিক্ষা পর্ষদকে । ঠিক তার পরদিনই কলকাতা হাইকোর্টে হাজার হাজার চাকরিপ্রার্থী চলে আসেন । বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের কাছে আবেদন করেন যাতে তাঁরাও পরীক্ষায় বসার সুযোগ পান, সেই নির্দেশ দিক আদালত । কিন্তু বিচারপতি তাঁদের আবেদন খারিজ করে দেন ।

আরও পড়ুন : পৌরভোটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

যাতে ফের দ্রুত টেট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে প্রাইমারি শিক্ষা পর্ষদ সেই দাবিতে এই সমস্ত পরীক্ষার্থীর মধ্যে থেকেই আদালতে দায়ের হল মামলা । মামলাকারী আইনজীবী ফিরদৌস শামিম জানালেন, "মূলত দু'টি দাবিতে দায়ের হয়েছে মামলা । অবিলম্বে টেট পরীক্ষা নিতে হবে । আর দুই এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বছর নিতে হবে টেট পরীক্ষা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.