ETV Bharat / state

SSC Recruitment Scam: বাল্মিকী থেকে ফের রত্নাকর হয়ে যাবে না তো স্কুল সার্ভিস কমিশন, প্রশ্ন আদালতে

author img

By

Published : Feb 22, 2023, 5:40 PM IST

SSC Recruitment Scam
SSC Recruitment Scam

নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) মামলার শুনানিতে এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু স্কুল সার্ভিস কমিশনকে (SSC) দস্যু রত্নাকর থেকে বালিক্মী হয়েছে বলে মন্তব্য করেছিলেন ৷ এদিন আদালতে পালটা প্রশ্ন উঠল, কমিশন আবার রত্নাকর হয়ে যাবে না তো !

কলকাতা, 22 ফেব্রুয়ারি: বাল্মীকি থেকে ফের রত্নাকর হয়ে যাবে না তো স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) ! নবম-দশম নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) সংক্রান্ত মামলায় এই প্রশ্নই উঠল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ আদালতে চাকরি প্রার্থীদের তরফেই এই প্রশ্ন তোলা হয়েছে ৷

নবম-দশম নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu) নির্দেশ মতো প্রায় 800 জন প্রার্থীকে চাকরি থেকে বাদ দিয়ে কয়েকদিন আগে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন । এদিন সিঙ্গেল বেঞ্চে সেই মামলার শুনানিতে 952 জন শিক্ষকের তরফের আইনজীবীরা বলেন, "দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, কিন্তু বাল্মীকি যদি ফের রত্নাকর হয় তাহলে ?"

কিন্তু বিচারপতির সটান জবাব, "একবার যে রত্নাকর থেকে বাল্মীকি হবে, সে আর রত্নাকরের রূপে ফেরত যাবে না ।" বিচারপতি বিশ্বজিৎ বসু আরও বলেন, ‘‘কমিশন তার পরিজনদের ত্যাগ করেছে, তারা এখন সিবিআই-ইডির হেফাজতে রয়েছে ।’’ এর পর বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে বলেন, "আপনি এখন বাল্মীকি, নিজেকে শুদ্ধ করার জন্য যেভাবে কাজ করার দরকার সেটা করুন ।"

উল্লেখ্য, এর আগের দিন শুনানিতেই বিচারপতি বসু স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে বলেছিলেন, ‘‘আমরা জানি দস্যু রত্নাকর পরে বাল্মীকি হয়েছিলেন । স্কুল সার্ভিস কমিশনও এখন ভালো কাজ করতে চাইছে সেটা ইতিবাচক লক্ষণ ।’’ আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি ।

বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের পর চাকরি যাঁদের বাতিল হয়েছিল, তাঁরা ইতিমধ্যে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আপিলও করেছে । বিচারপতি তালুকদারের বেঞ্চে চাকরি হারানো শিক্ষকদের তরফে জানানো হয়েছিল এখনও পর্যন্ত এই বিষয়ে তদন্ত শেষ হয়নি । পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন নাইসা নামক একটি এজেন্সির থেকে প্রাপ্ত বিকৃত ওএমআর শিটের ভিত্তিতে এই প্রার্থীদের চাকরি বাতিল করেছে, যা যথাযথ নয় । কারণ, ওই বিকৃত ওএমআরের সত্যতা নিয়েও প্রশ্ন রয়েছে । যদিও বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ চাকরি প্রার্থীদের প্রতি আলাদা কোনও সহানুভূতি দেখাননি ।

আরও পড়ুন: রাজ্য সরকারি স্কুলে নবম-দশমের সিলেবাস বদলের পরামর্শ বিচারপতি বিশ্বজিৎ বসুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.