ETV Bharat / state

দুর্যোগে ধৈর্য রাখতে হবে : মমতা

author img

By

Published : May 23, 2020, 6:02 PM IST

Updated : May 23, 2020, 7:07 PM IST

ছবি
ছবি

17:55 May 23

কলকাতা, 23 মে : আমফানের পর থেকেই কলকাতা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে জল, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক সহ একাধিক ইশুতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয় মানুষজন । আজ এনিয়ে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, " আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি ।  দুর্যোগে ধৈর্য রাখতে হবে ।"

কলকাতার বিভিন্ন এলাকা সহ উত্তর 24 পরগনা, বর্ধমানের নানা ব্লকে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেছেন । কেউ বলছেন স্থানীয় প্রশাসন কোনওরকম সাহায্য করছে না । কেউ বলছেন স্থানীয় কাউন্সিলর শুধু আশ্বাস দিচ্ছেন । তাঁদের বক্তব্য জল সমস্য়া, বিদ্যুৎ সমস্য়া সহ একাদিক সমস্য়া রয়েছে । ঘরে বাচ্চা, বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন । বেশ কয়েকটি জায়গায় পথ অবরোধ করেও বিক্ষোভ দেখাচ্ছেন মানুষজন । এই পরিস্থিতিতে আজকের সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "জাতীয় বিপর্যয়ের থেকে বড় বিপর্যয় আমফান । এই দুর্যোগের সময় ধৈর্য ধরতে হবে। একদিনে সব ঠিক করা সম্ভব নয় । সরকার সাধ্যমতো কাজ করছে । বিদ্যুৎ দপ্তর সাধ্যমতো কাজ করছে । সেনাকে রাস্তা পরিষ্কার করতে বলেছি। তবে সবাইকে ধৈর্য ধরতে হবে ।"

গতকাল রাজ্য়ের জন্য 1,000 কোটি টাকা সাহায্য়ের ঘোষণা করেন প্রধানমন্ত্রী । এরপর সরব হয় রাজ্যের গেরুয়া শিবির । গতকালই BJP-র রাজ্য সভাপতি বলেন, সরাসরি মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়া হোক । নাহলে আয়লার মতো আবার কেউ টাকা পাবে না । আজ সকালে টুইটেও মুখ্য়মন্ত্রীকে খোঁচা দেন রাজ্য়পাল । আজ সেই ইশুতেও নাম না করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, "এই সময় কাউকে প্ররোচনা দেবেন না । এটা সমালোচনার সময় নয়। এখন রাজনীতি করলে চলবে না ।"

 মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে কলকাতায় 125টি দল কাজ করছে । লকডাউনে কর্মী সংখ্য়া কম । তাই কাজে ব্যাঘাত ঘটছে । তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে । 

Last Updated : May 23, 2020, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.