ETV Bharat / state

MR বাঙুর হাসপাতাল থেকে উধাও রোগী, 2 দিন পরও নেই খোঁজ

author img

By

Published : Jun 24, 2019, 10:26 AM IST

MR বাঙুর হাসপাতাল থেকে রোগী নিখোঁজ । পরিবারের লোকজন যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্তে যাদবপুর থানার পুলিশ ৷ দু'দিন ধরে কোনও খোঁজ নেই হরি নস্করের ।

হরি নস্কর

কলকাতা, 24 জুন : কলকাতার সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ রোগী । দু'দিন হয়ে গেলেও খোঁজ নেই রোগীর । ফের প্রশ্নের মুখে শহরের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা ।

এম আর বাঙুর হাসপাতাল থেকে নিখোঁজ ঢাকুরিয়ার হরি নস্কর । তাঁর বয়স ষাট বছর । ইতিমধ্যে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার ।

শুক্রবার রাতে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভরতি করা হয় হরি নস্করকে ৷ এরপর শনিবার দুপুরে তাঁর পরিবারের লোকজন গিয়ে দেখেন বেডে নেই তিনি । সাথে সাথেই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন তাঁরা ৷ তখন কর্তব্যরত নার্সরা তাঁদের জানান, দুপুর ২টো থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

হরি নস্করের পরিবারের অভিযোগ, এত পুলিশ, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কী করে একজন রোগী হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় ? তাঁদের আরও অভিযোগ, পুলিশ বুথে গিয়ে CCTV ফুটেজ দেখতে চাইলে জানানো হয় CCTV খারাপ ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.