ETV Bharat / state

Durga Puja 2023: মহাষষ্ঠীর সকালে অন্ধকার, অপরাজিতা আঢ্য'র পাড়ায় ট্রান্সফরমারে আগুন লেগে বিপত্তি; পুড়ল মণ্ডপ

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 11:38 AM IST

Updated : Oct 20, 2023, 12:56 PM IST

টলি অভিনেত্রী অপরাজিতা আঢ্যর পাড়ায় আগুন ৷ জানা গিয়েছে, একটি টান্সফরমারে আগুন লেগেই ষষ্ঠীর সকালে এই দুর্যোগ ৷ এলাকায় নেই বিদ্যুৎ সংযোগ ৷

ETV Bharat
অপরাজিতা আঢ্যর পাড়ায় পুজোমণ্ডপে আগুন

কলকাতা, 20 অক্টোবর: মহাষষ্ঠীর সাতসকালে বিপর্যয় ৷ অভিনেত্রী অপরাজিতা আঢ্যর পাড়ায় ট্রান্সফরমারে শর্ট সার্কিটের কারণে পুড়ল মণ্ডপ। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। এই দুর্ঘটনার জেরে অভিনেত্রীর প্রিয় পঞ্চানন্দ মন্দিরে নেই বিদ্যুৎ সংযোগ ৷ অন্ধকারে নিমজ্জিত গোটা এলাকা। জ্বলছে না আলো। ঘুরছে না পাখা। নেই জলও ৷ অভিনেত্রীর পাড়ার দু'টি ট্রান্সফরমার বেশ অনেকদিন ধরেই বিপজ্জনক অবস্থায় রয়েছে ৷ তা থেকেই ঘটে গেল বিপত্তি। এই বিষয় নিয়ে সকালে লাইভ করেন অভিনেত্রী ৷

একটি সংস্থার হয়ে পুজো পরিক্রমায় যাওয়ার পথে ফেসবুকে লাইভে তিনি বলেন, "বেশ অনেকদিন ধরেই একই সমস্যায় ভুগছি আমরা ৷ বেহালা চৌরাস্তা সংলগ্ন এলাকার দু'টি ট্রান্সফরমারে প্রায়ই শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় ৷ যার ফলে দীর্ঘক্ষণ ধরে লোডশেডিং থাকে এই এলাকায় ৷ এখানেই রয়েছে বিখ্যাত পঞ্চানন্দ মন্দির ৷ এই মন্দিরে প্রণাম না করে আমি কোনও কাজে করতে যাই না ৷ আজ সেই মন্দিরে দেবীর বোধন চলছে অন্ধকারে ৷"

অভিনেত্রী আরও বলেন, "প্রায়ই লোডশেডিং হয়। ঘণ্টা চারকের আগে পরিস্থিতি স্বাভাবিক হয় না ৷ ট্রান্সফরমারে আগুন লেগে যাওয়ার কারণে বিপদের সম্ভাবনা দিন দিন বাড়ছে ৷ সিএসইসি-তে খবর দিলে তারা এসে সাময়িকভাবে ঠিক করে দিয়ে যায় ৷ কিন্তু তাতে স্থায়ী সমাধান হচ্ছে না ৷ আমার লাইভে আসার একটাই কারণ যাতে এলাকাবাসীও এই ব্যাপারে একটু সচেতন হয় ৷ তাদের টনক নড়ে এবং স্থায়ী সমাধানের দাবি জানায় ৷"

অপরাজিতা আরও বলেন, "আমি একটা পুজো পরিক্রমায় যাচ্ছি ৷ আয়োজকরা তাড়া দিয়ে চলেছেন ৷ তাঁদের জানার কথাও নয় আমার এখানে আমি কী অবস্থায় আছি ৷ না পেরেছি ঠিক ভাবে স্নান করতে, না পেরেছি সাজতে ৷ তবে, এর থেকে অনেক বেশি জরুরি এলাকার এই ট্রান্সফরমারের সংস্কার করা ৷ না হলে বিপদ আরও বাড়বে ৷ অজস্র তার জড়িয়ে রয়েছে ট্রান্সফরমার দু'টিতে ৷ এর থেকেই বিপদ বাড়ছে বলে আমার মনে হয় ৷ আমরা সবাই সবকিছু মানিয়ে নিই। সেটা ঠিক না। আমরা কম বিল দিই না। তাই সুরক্ষার প্রয়োজন আমাদের। সেটা আমাদের দিতে হবে।"

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রবীর মিত্র বলেন, "লালবাজার এবং পর্ণশ্রী থানার পুলিশ এসেছিল। তাদেরকে আমরা সবটা জানাই। তারা বলেছে ল্যাম্পপোস্টের সঙ্গে জড়িয়ে থাকা সব তার কেটে দিতে হবে। পঞ্চানন্দ মন্দির সংলগ্ন প্যাণ্ডেল পুড়ে গিয়েছে। এর থেকে খারাপ আর কী হতে পারে পুজোর সময়ে?"

আরও পড়ুন: শারদোৎসবে ইমনের গানে মাতোয়ারা মার্কিন মুলুক, গান শোনাবেন জয়-লোপা-সুরজিৎরাও

Last Updated : Oct 20, 2023, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.