ETV Bharat / state

Inner Clash in Kolkata: বড়বাজারে দু'দলের সংঘর্ষ মৃত 1, আহত আরও কয়েকজন

author img

By

Published : Apr 10, 2023, 10:13 AM IST

বড়বাজারে দু'দল মদ্যপ যুবকের মধ্যে সংঘর্ষ হল রবিবার রাতে । তাতে প্রাণ গেল এক যুবকের । গুরুতর আহত আরও বেশ কয়েকজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Etv Bharat
বড় বাজারে সংঘর্ষ

কলকাতা, 10 এপ্রিল: খাস কলকাতায় দু'দল মদ্যপ যুবকের মধ্যে সংঘর্ষ। তাতে প্রাণ গেল একজনের। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বড়বাজার থানা এলাকার স্ট্র্যান্ড রোডের জেসপ গলিতে । স্থানীয় বাসিন্দারা অভিযোগ, রাত হলেই এই এখানে বসে মদের আসর । ঠিক সেভাবে এদিন রাতে কয়েকজন যুবক মদ্যপান করছিল । সে সময় সংঘর্ষের সৃষ্টি হয় ৷ তাতেই একজনের মৃত্যু হয়েছে ৷ মৃতের নাম 32 বছরের শচীন রায় । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও 1 ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন শচীন । অভিযোগ, সেখানে উপস্থিত হয় আরেকটি দল । মত্ত অবস্থায় দুই দলের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয় । এরপরই তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে । অভিযোগ, হাতাহাতি খবর পেয়ে ঘটনাস্থলে বড়বাজার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, বাঁশ, রড, শাবল-সহ একাধিক অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল যুবকরা । এই ঘটনায় মৃত্যু হয়েছে শচীনের (32) এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সনু ওরফে রাজেশ সিং । তবে কোনও ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে বড়বাজার থানার পুলিশ ।

ইতিমধ্যেই দু'দলের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে 14 জনকে আটক করা হয়েছে । তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বড় রাস্তার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ । মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলা হয়েছে । বড়বাজার এলাকায় এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। কলকাতার অন্যতম এই বাণিজ্যিক কেন্দ্রে এই ধরনের ঘটনা প্রশাসনের কাছেও উদ্বেগের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানা রকমের ব্যবস্থা করা হচ্ছে । তাতে কাজের কাজ কতটা হয় সেটাই এখন দেখার ।

আরও পড়ুন: আজ বিশ্ব হোমিওপ্যাথি দিবস, জানেন কেন পালন কর হয় এই দিনটি ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.