ETV Bharat / state

SSC Recruitment Scam শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের জালে আরও লিংকম্যান

author img

By

Published : Aug 26, 2022, 10:33 PM IST

এসএসসির নিয়োগ দুর্নীতির ঘটনায় মিডলম্যান প্রদীপ সিংয়ের গ্রেফতারের পর ফের একজন মিডলম্যানকে গ্রেফতার করল সিবিআই (CBI)। ধৃত প্রদীপ সিংকে জেরা করে এই ব্যক্তির হদিশ পান তদন্তকারী আধিকারিকরা (One More Arrests SSC Recruitment Scam)। ওই ব্যক্তি নিউটাউনেরই বাসিন্দা ৷ নাম প্রসন্ন রায় ৷

ETV Bharat
SSC Recruitment Scam

কলকাতা, 26 অগস্ট: দু'দিন আগে গ্রেফতার হওয়া প্রদীপ সিংকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ করে এই লিংকম্যানের হদিশ পায় সিবিআই (CBI)। সেই মতোই এই ব্যক্তিকে শুক্রবার নিজাম প্যালেসে তলব করা হয়। চলে লাগাতার জিজ্ঞাসাবাদ পর্ব। একাধিক বক্তব্যে অসংগতি মেলায় অবশেষে এই ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই।

গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নিউটাউনের বাসিন্দা, নাম প্রসন্ন রায় ৷ তাকে এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে ৷ পরে ফের নিজাম প্যালেসের (Nizam Palace) 15 তলায় অ্যান্টি-করাপশন ব্রাঞ্চে (Anti-Corruption Branch) তাকে রাখা হয়। ধৃতকে আগামিকাল আলিপুর আদালতে পেশ করবে সিবিআই। তাকে নিজেদের হেফাজতে নিয়ে এ ঘটনায় আরও অগ্রগতি পেতে চাইবেন সিবিআই এর গোয়েন্দারা।

নিজাম প্যালেস সূত্রের খবর, ওই ব্যক্তি মূলত একাধিক চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছে ৷ তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে মূলত যাদের কাছ থেকে সে মোটা অংকের টাকা নিয়েছে সেই টাকার লভ্যাংশ একাধিক ব্যক্তিদের অ্যাকাউন্টে গিয়েছিল। তদন্তে জানা গিয়েছে ধৃত প্রদীপ সিংয়ের নিউটাউনের আইটি অফিসে একাধিকবার দেখা গিয়েছে প্রসন্নকে। এছাড়াও প্রদীপের মোবাইল ফোনের কল লিস্টে প্রসন্নের নম্বরও পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন: এসএসসি দুর্নীতি কাণ্ডে নিউটাউন থেকে গ্রেফতার আরও এক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.