ETV Bharat / state

সোশাল মিডিয়ায় ফের পোস্ট ফেক ভিডিয়ো, গ্রেপ্তার 1

author img

By

Published : Apr 18, 2020, 2:19 PM IST

পুলিশ কমিশনার থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও লকডাউন নিয়ে সোশাল মিডিয়ায় ফেক ভিডিয়ো পোস্ট । ঘটনায় গ্রেপ্তার হল এক ব্যক্তি ।

Arrested for post fake video
গ্রেপ্তার

কলকাতা, 18 এপ্রিল : খিদিরপুর বা গার্ডেনরিচ এলাকায় লকডাউন অমান্য করা হচ্ছে তা জানিয়ে কিছু ফেক ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়়ছে । পরে তদন্তে নেমে পুলিশ ওই ভিডিয়োগুলি নিয়ে মানুষের সমস্ত সন্দেহ দূর করেছে । পাশাপাশি বার বার কোরোনা নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলে হুঁশিয়ারি দিয়েছে । এরপরেও ফের লকডাউন অমান্য করার একটি ফেক ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করে তা মেটিয়াব্রুজের বলে চালানোর চেষ্টার অভিযোগে গতকাল হিমাংশু দেবনাথ নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয় ।

কিছুদিন আগেই একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় । ওই ভিডিয়োয় দেখা যায়, রাস্তায় ভিড় করে রয়েছে মানুষ । রয়েছে পুলিশের কয়েকটি গাড়িও । সেই গাড়িগুলিকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়ছে উত্তেজিত জনতা । ইটের আঘাতে ভেঙে গেল পুলিশের একটি গাড়ির কাচ । সোশাল মিডিয়ায় পোস্ট করা এই ভিডিয়োটি খিদিরপুরের বলে দাবি করা হয় । বিষয়টির তদন্ত শুরু করে পুলিশ । তারপরেই ভিডিয়োটি সোর্স খুঁজে পাওয়া যায় । পুলিশ সূত্রে খবর, ভিডিয়োটি গুজরাতের । গত বছরের 19 ডিসেম্বর CAA নিয়ে সুরাতে চলতে থাকা বিক্ষোভের সময় ভিডিয়োটি ক্যামেরাবন্দী করা হয় । ওই ঘটনায় পাঁচজন পুলিশকর্মী গুরুতর আহতও হন ।

দিনকয়েক আগে এরকমই একটি ভিডিয়ো নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন BJP নেতা অনুপম হাজরা । তাতে দেখা যায়, একটি এলাকায় জমায়েত করেছে মানুষ । হেনস্থা করা হচ্ছে পুলিশকে । ভিডিয়োটি খিদিরপুরের বলে দাবি করেন অনুপম । পরে জানা যায়, ভিডিয়োটি দক্ষিণ মুম্বইয়ের মদনপুরার । সেখানে অপ্রয়োজনে এক দম্পতি বাড়ি থেকে বের হচ্ছেন এই সন্দেহে তাঁদের আটকায় । তারপর এলাকাবাসী উত্তেজিত হয়ে পুলিশের উপর চড়াও হয় । বিষয়টি নিয়ে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের হয় । অভিযোগকারীর দাবি, ফেক ভিডিয়ো পোস্ট করেছেন অনুপম । পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে । শুরু হয়েছে তদন্ত । যে কোনও সময়ে ওই BJP নেতাকে জেরা করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ ।

হিমাংশু দেবনাথ নামে ওই ব্যক্তিও একইরকম মানুষের জমায়েতের একটি ভিডিয়ো পোস্ট করে তা মেটিয়াব্রুজের বলে দাবি করে । এরপরেই গতকাল তাকে গ্রেপ্তার করা হয় । কোরোনা আতঙ্কে গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । একই কথা বলেছেন মুখ্যমন্ত্রীও । সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে বেশ কিছু মানুষকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় ডেকে এনে সতর্ক করা হয়েছে । এক যুবতিকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে । তারপরেও গুজব ছড়ানোর চেষ্টা অব্যাহত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.