ETV Bharat / state

রাজ্যে কোরোনায় মৃত্যু আরও 3 চিকিৎসকের

author img

By

Published : Nov 17, 2020, 6:51 AM IST

number of deaths of doctors due to covid 19 has risen to 69
number of deaths of doctors due to covid 19 has risen to 69

আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে 13 নভেম্বর কোরোনায় আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷

কলকাতা, 16 নভেম্বর: কোরোনায় রাজ্যে আরও 3 চিকিৎসকের মৃত্যু । তাঁদের মধ্যে একজন সুস্থ হয়ে উঠেছিলেন । কিন্তু শেষরক্ষা হয়নি । এখনও পর্যন্ত রাজ্যে কোরোনায় 69 জন চিকিৎসকের মৃত্যু হল ।

চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (WBDF)-এর তরফে জানানো হয়েছে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইউরোলজি বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর COVID-19-এ আক্রান্ত হয়েছিলেন । WBDF-এর এক যুগ্ম সম্পাদক রাজীব পাণ্ডে বলেন, "কোরোনায় সংক্রমিত হওয়ার পরে সুস্থও হয়ে উঠেছিলেন ওই চিকিৎসক । তিনি ডিউটিও শুরু করেছিলেন । তবে শেষ রক্ষা হল না । সোমবার সকালে 50 বছর বয়সি ওই চিকিৎসকের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৷" জানা গেছে, কলকাতায় একা থাকতেন ওই চিকিৎসক । তাই মৃত্যুর পর ঘরের দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয় ।

এছাড়া কোরোনায় আক্রান্ত হন চুঁচুড়ার 68 বছর বয়সি এক শিশুরোগ বিশেষজ্ঞ । কলকাতার এক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল । সম্প্রতি ওই হাসপাতালেই তাঁর মৃত্যু হয় । পাশাপাশি কল্যাণীর অত্যন্ত জনপ্রিয় এক মেডিসিন বিশেষজ্ঞের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল । তাঁকে ভেন্টিলেটর সাপোর্টেও রাখতে হয়েছিল । গত 4 নভেম্বর তাঁর মৃত্যু হয়।

WBDF-এর তরফে জানানো হয়েছে, আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে গত 13 নভেম্বর কোরোনায় আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ এই নিয়ে রাজ্যে কোরোনায় 69 জন চিকিৎসকের মৃত্যু হল বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন WBDF ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.