ETV Bharat / state

Alipore Zoo: পশুপাখি দত্তক নেওয়ার প্রবণতা বৃদ্ধি, খুশি আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ

author img

By

Published : Apr 24, 2023, 5:44 PM IST

2013 সাল থেকে আলিপুর চিড়িয়াখানায় পশুপাখি দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ এখন তা প্রতি বছর উত্তরোত্তর বাড়ছে ৷ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা অবলা প্রাণীদের দত্তক নিতে এগিয়ে আসছেন ৷

Etv Bharat
পশুপাখি দত্তক নেওয়ার প্রবণতা বৃদ্ধি

কলকাতা, 24 এপ্রিল: পশু-পাখিদের দত্তক নেওয়ার প্রবণতা মারাত্মক হারে বাড়ছে । ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি এগিয়ে আসছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বহুজাতিক সংস্থাগুলো। এর ফলে বেজায় খুশি আলিপুর চিড়িয়াখানায় কর্তৃপক্ষ । তাঁদের লাগাতর প্রচার, প্রচেষ্টার ফসল এই ঘটনা ৷ এমনটাই মনে করছেন তাঁরা । তবে, যারা দত্তক নিচ্ছেন তাদেরই ক্রেডিট দিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কারণ, গাঁটের টাকা খরচ করছেন পশু, পাখি এবং সরীসৃপ দত্তক নেওয়া ব্যক্তি-প্রতিষ্ঠানগুলো ৷ 2022-23 আর্থিক বর্ষে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দত্তক বাবদ প্রায় 20 লক্ষ টাকারও বেশি টাকা পেয়েছে । যেটা 2021-22 আর্থিক বর্ষে 13 লাখ 62 হাজার 200 টাকা ছিল । এই টাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ খাদ্য, ওষুধ এবং প্রাণীদের রক্ষণাবেক্ষণ এবং চিড়িয়াখানার জায়গার জন্য ব্যয় করে ।

এ বিষয়ে চিড়িয়াখানার এক অধিকারিক জানান, 2022-23 আর্থিক বর্ষে 89টি প্রাণীকে দত্তক দেওয়া হয়েছে । 2021-22 আর্থিক বর্ষেও সংখ্যাটা বেশি ছিল। আগে, ব্যক্তি বা উদ্যোগীর সংখ্যা বেশি ছিল । তাঁরা মূলত স্বল্প সময়ের জন্য কম টাকায় দত্তক নিতে চাইতেন । যদিও 2022-23 আর্থিক বছরে অনেক বড় প্রতিষ্ঠান, স্কুল এবং বেসরকারি প্রতিষ্ঠানকে বার্ষিক ভিত্তিতে বড় প্রাণী দত্তক নিতে দেখা যাচ্ছে । একারণেই টাকার পরিমাণ বেড়েছে ।

স্কটিশ চার্চ কলেজ বার্ষিক 30 হাজার টাকা খরচে একটি মাছ ফিসিং ক্যাট দত্তক নিয়েছে । দিল্লি পাবলিক স্কুল বার্ষিক ভিত্তিতে 10 হাজার টাকা খরচ করে একটি স্পটেড হরিণ দত্তক নিয়েছে ৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ বেশ কয়েকটি সংস্থা থেকে আরও বড় বিনিয়োগ এসেছে । সাদা বাঘ রাজাকে বার্ষিক 2 লাখ টাকার ভিত্তিতে দত্তক নেওয়া হয়েছে । ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড হলদিয়া রিফাইনারি 1 লাখ টাকায় এক বছরের জন্য গন্ডার জলদাপ্রসাদকে দত্তক নিয়েছে ৷ বিভিন্ন সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাড়াও, ব্যক্তি উদ্যোগে আলিপুর চিড়িয়াখানায় প্রাণীদের দত্তক নেওয়ার সংখ্যা বাড়ছে ।

আর এক আধিকারিক জানান, 2022-23 সালে, 89 জন দত্তক গ্রহণকারীর মধ্যে 18 জন এক মাসের জন্য একটি পশু দত্তক নিয়েছিলেন এবং 71 জন এক বছরের জন্য দত্তক নিয়েছিলেন । আশা করছি, এবছর আরও বেশি করে দত্তক নেওয়ার সংখ্যা বাড়বে ।

2013 সালে আলিপুর চিড়িয়াখানা পশু-পাখিদের দত্তক নেওয়ার প্রক্রিয়া চালু করে । কর্তৃপক্ষ গত দু'বছর ধরে তাদের দত্তক নেওয়ার নিয়ম সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য প্রচার বাড়িয়েছে । দত্তক নেওয়ার সময়কাল ও দত্তক নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ চিড়িয়াখানায় জনসমক্ষে ব্যবস্থা করায় আকর্ষণ বাড়িয়েছে । চিড়িয়াখানায় প্রাণী দত্তক নেওয়ার জন্য আরও দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য নির্দিষ্ট ঘের বা খাঁচায় দত্তক গ্রহণকারীদের ছবি রাখা শুরু করেছিল । এর ফলে চিড়িয়াখানার এই কর্মসূচিতে আরও বেশি লোককে যুক্ত হতে এবং প্রাণীদের দত্তক নেওয়ার প্রবণতা বাড়তে থাকে ।

আরও পড়ুন : হিট স্ট্রোক এড়াতে চিড়িয়াখানায় পশুপাখিদের স্নানের বিশেষ ব্যবস্থা, ডায়েটে রসালো ফল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.