ETV Bharat / state

Complicated Surgery: পাকস্থলীতে আটকে ব্লেড, জটিল অস্ত্রোপচারে একরত্তির প্রাণ ফেরাল এনআরএস

author img

By

Published : Jan 3, 2023, 3:30 PM IST

খেলতে খেলতে ব্লেড খেয়ে ফেলেছিল 11 মাসের দীপ(Complicated Surgery)৷ মা পিঠ চাপড়াতেই তা চলে যায় পেটে ৷ তারপর...

ETV Bharat
ব্লেড খেয়ে ফেলা শিশু

কলকাতা, 3 জানুয়ারি: বয়স মাত্র 11 মাস । খেলার ছলে আস্ত একটি ব্লেড গিলে নেয় ওই একরত্তি ৷ অবস্থা দেখে বহরমপুর হাসপাতাল থেকে রেফার করা হয় কলকাতার নীলরতন সরকার হাসপাতালে । সেখানেই শুক্রবার জটিল অস্ত্রোপচার হয় শিশুটির (NRS Doctors Successfully Operated and Remove Blade)। বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে সে ৷

মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদের বাসিন্দা ওই বাচ্চাটির দীপ দাস । তার মায়ের কথায়, "বৃহস্পতিবার সকালে বাড়ির আশপাশের আরও বাচ্চাদের সঙ্গে ছাদে খেলছিল । আচমকাই দেখি ঝিমিয়ে পড়েছে । তখন আমরা দেখি ওর টুঁটির ওখানে রক্ত । পাশাপাশি একটু ছোট অংশ দেখতে পাই । সেখান থেকে অনুমান করি ওটা ব্লেড । তখন বারবার আমরা পিঠ চাপড়াতে থাকি । তখন ওর ওই ব্লেডটি পেটে নেমে যায় । এরপর সঙ্গে সঙ্গে ওকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই । সেখানে এক্স-রে করে দেখা যায় পেটের মধ্যে একটি ব্লেড রয়েছে । তখন বহরমপুর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখান থেকে রেফার করে দেওয়া হয় কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । বৃহস্পতিবার সন্ধ্যায় ভর্তি করার পর শুক্রবার পেডিয়াট্রিক বিভাগের চিকিত্‍সক নিরূপ বিশ্বাসের নেতৃত্বে অস্ত্রোপচার হয়(Complex Surgery)৷ এখন ও সুস্থ আছে ।"

এই বিষয়ে চিকিত্‍সক বলেন,"যখন আমরা বাচ্ছাটিকে পাই তখন আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি পাকস্থলীতে ব্লেডটা আটকে রয়েছে । পরের দিন আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই ৷ সম্পূর্ণ অজ্ঞান করে অস্ত্রোপচার হয় । পাকস্থলীতে অনেক ফ্লুইড থাকে । ফলে সেটায় যাতে কোনও সমস্যা না হয় তা নিয়ে ভয় ছিল আমাদের । এমনকি পাকস্থলীতে ঢোকার আগে যদি ইসোফেগাসে আটকে যেত তাহলেও বড় সমস্যায় পড়তে হত । অথবা যখন ব্লেডটা ভিতরে ঢুকেছে তখন শ্বাসনালীতে লেগে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি হত । প্রায় 45 মিনিট ধরে চলে অস্ত্রোপচার(NRS Doctors Remove Blade from Child Stomach)। এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে শিশুটি । কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ওই একরত্তিকে ।"

আরও পড়ুন : খাদ্যনালীতে আটকে সেফটিপিন, জটিল অস্ত্রোপচারে 'জীবনদান' শিশুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.