ETV Bharat / state

CU Summer Vacation: এবার গরমের ছুটির আবেদন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

author img

By

Published : Apr 14, 2023, 8:08 PM IST

তীব্র গরম থেকে রেহাই পেতে এ বার গরমের ছুটির জন্য আবেদন জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ উপাচার্যকে চিঠি লিখে তাঁরা জানিয়েছেন, গরমে অসুস্থ হয়ে পড়ছেন পড়ুয়ারা ৷

CU Summer Vacation ETV Bharat
উপাচার্যকে চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

কলকাতা, 14 এপ্রিল: এ বার তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে ছুটির আবেদন জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । উপাচার্যকে চিঠি দিয়ে গরমের ছুটির আবেদন করলেন তাঁরা । বর্তমানে যে পরিস্থিতি রাজ্যে - সেই কথা উল্লেখ করেই চিঠি লেখেন পড়ুয়ারা ।

চিঠিতে বলা হয়, প্রচণ্ড গরম চলছে । তীব্র দাবদাহের জন্য পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে । হাওয়া অফিসের পক্ষ থেকে তীব্র তাপমাত্রার জন্য সতর্কতা জারি করা হয়েছে । এই কথাগুলি চিঠিতে উল্লেখ করে বর্তমান অবস্থা তুলে ধরেন পড়ুয়ারা ৷ আর তীব্র গরমের থেকে রেহাই পেতেই গরমের ছুটির আবেদন করেছেন তাঁরা ।

রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী 2মে থেকে পড়তে চলেছে গরমের ছুটি । যদিও সেই নিয়ে তৈরি হয়েছে ভিন্ন মত ৷ কয়েকজন বলছেন, বর্তমানে প্রচণ্ড গরম, লু বইছে । তাই এত দেরিতে কেন গরমের ছুটি দেওয়া হচ্ছে ? কারণ স্বাস্থ্য দফতর এবং আবহাওয়া দফতর-এই দুইয়ের তরফেই বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরতে বারণ করা হয়েছে । তাই সরকারি স্কুলগুলিতে ছুটি আরও এগিয়ে আনা যায় কি না সেই ভাবনাচিন্তা করার আর্জি জানিয়েছেন অনেকে ৷

CU Summer Vacation ETV Bharat
উপাচার্যকে চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

তবে বেসরকারি স্কুলগুলিতেও একই অবস্থা । সাউথ পয়েন্ট স্কুলের বেশ কয়েকটি ক্লাসকে বন্ধ রাখা হয়েছে কিছুদিনের জন্য । অন্যান্য স্কুলগুলিও সেই নিয়ে ভাবনা চিন্তা করছে । তবে এই গরমের ছুটি নিয়ে কী ভাবছে শিক্ষামহল ? সেই বিষয় শিক্ষাবিদ দেবাশিস সরকার জানান,"গ্লোবাল ওয়ার্মিং-এর জন্য গরম এইভাবে বাড়ছে । তবে আমাদের রাজ্যের থেকে অন্যান্য রাজ্যে গরম আরও বেশি । তাহলে তাদেরও কি পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে ? যদি স্কুল বন্ধ করে দেয়, তাহলে কখন সেই অতিরিক্ত ক্লাস নেওয়া হবে তাও জানানো উচিত । নাহলে সিলেবাস সম্পূর্ণ করা সম্ভব হবে না ।"

আরও পড়ুন: চল্লিশে কলকাতা, বর্ষবরণে তাপপ্রবাহের সতর্কতা আলিপুরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.