ETV Bharat / state

School Reopen : রাজ্যে শুরু প্রাক-প্রাইমারি থেকে সপ্তম শ্রেণির ক্লাস

author img

By

Published : Feb 16, 2022, 6:58 PM IST

School Reopen
রাজ্যে শুরু প্রাক-প্রাইমারি থেকে সপ্তম শ্রেণির ক্লাস

আজ থেকে শুরু হল প্রাক প্রাইমারি থেকে সপ্তম শ্রেণির পঠনপাঠন (No Uniform To Wear To School)। তবে একাধিক পড়ুয়াকে দেখা গেল স্কুলের পোশাক ছাড়া ।

কলকাতা, 16 ফেব্রুয়ারি: দীর্ঘ দু'বছরের পর প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুললেও পড়ুয়ারা ইউনিফর্ম ছাড়াই উপস্থিত ছিল । অভিভাবকদের অভিযোগ, স্কুলের তরফ থেকে আগে জানানো হয়নি স্কুল খোলার কথা । মঙ্গলবার রাতে অভিভাবকরা জানতে পেরেছেন স্কুল খোলার কথা (No Uniform To Wear To School)।

১৪ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের ক্লাস শুরু কথা ঘোষণা করা হয়েছিল । দীর্ঘ দু'বছর পর স্কুল খোলায় আনন্দ হলেও সমস্যায় পড়েছেন অভিভাবকরা । এক অভিভাবকের কথায় মঙ্গলবার রাত ৮টা নাগাদ অভিভাবকরা স্কুলের হোয়াটঅ্যাপ গ্রুপে জানতে পারেন বুধবার থেকে স্কুল খুলছে । তাতেই সমস্যায় পড়েন তাঁরা । বেশ কিছু অভিভাবকের কথায়, গত দু'বছরে যারা স্কুলে ভর্তি হয়েছে তাদের ইউনিফর্ম ছিল না । স্কুলের জামাও কেনেননি অভিভাবকরা । অনেকের ক্ষেত্রে আবার দু'বছর আগের কেনা ইউনির্ফম ছোট হয়ে গিয়েছে । অথচ আজ থেকে শুরু হচ্ছে পঠন-পাঠন । তাই বাধ্য হয়ে অভিভাবকরা স্কুল পড়ুয়াদের স্কুলে পাঠালেন সাধরণ পোশাকেই (School Reopen)।

আরও পড়ুন, Bengal Civic Polls 2022 : টিকিট দেয়নি জোড়াফুল, তাই জোড়াপাতা চিহ্নে নির্দল প্রার্থীদের ঢল নদিয়ায়

দু'বছর পর স্কুল খুলছে । ইউনিফর্মের সমস্যায় পড়ায় স্কুলে য়েতে পারবে না তা হয় না । তাই সাধরণ পোশাকে স্কুলে গেল পড়ুয়ারা । তবে যাদের আগে থেকে স্কুল ইউনিফর্ম কেনা ছিল তারা ইউনিফর্ম পড়ে এসেছিল স্কুলে । এদিকে স্কুল খুলতেই বন্ধুদের দেখা পেয়ে আনন্দিত পড়ুয়ারা । গত দু'বছরে কী করেছে তা নিয়ে আলোচনা করতেই ব্যস্ত তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.