ETV Bharat / state

কনটেনমেন্ট জ়োনে থামবে না বাস, প্রস্তাব দিতে চলেছে লালবাজার

author img

By

Published : May 14, 2020, 12:35 PM IST

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রেড 'A' জ়োনে কঠোরভাবে বহাল থাকবে লকডাউন । রেড 'B' জ়োনে দেওয়া হবে নিয়ন্ত্রিত ছাড় । সেখানে সোনার দোকান, বৈদ্যুতিক সামগ্রী, কম্পিউটারের দোকান, মোবাইল রিচার্জের দোকান খুলে দেওয়া হবে । চপ, মুড়ি, রোল,চাউমিনের দোকানও আংশিক খুলে দেওয়ার চিন্তাভাবনা চলছে ।

d
লালবাজার

কলকাতা, 13 মে: রেড জ়োনকে তিন ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । তিনটি ভাগ হল 'A', 'B' এবং 'C' । মুখ্যমন্ত্রীর নির্দেশ, তিনদিনের মধ্যে পুলিশ কোন এলাকা কোন ভাগে থাকবে তা নির্দিষ্ট করে জমা দেবে । আর তারপরেই প্রকাশ করা হবে নির্দেশিকা । সেই সূত্রেই গতকাল লালবাজারে হয় বৈঠক । সেই বৈঠকে যোগ দেন পৌর কর্তৃপক্ষ । সেখানে ঠিক হয়েছে পুলিশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে, কনটেনমেন্ট জ়োন দিয়ে বাস চালাতে দেওয়া হলেও সেখানে স্টপেজ দেওয়া যাবে না ।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রেড 'A' জ়োনে কঠোরভাবে বহাল থাকবে লকডাউন । রেড 'B' জ়োনে দেওয়া হবে নিয়ন্ত্রিত ছাড় । সেখানে সোনার দোকান, বৈদ্যুতিক সামগ্রী, কম্পিউটারের দোকান, মোবাইল রিচার্জের দোকান খুলে দেওয়া হবে । চপ, মুড়ি, রোল, চাউমিনের দোকানও আংশিক খুলে দেওয়ার চিন্তাভাবনা চলছে । যেসব ব্যবসায় ছাড় দিলে কোনও সমস্যা নেই, সেগুলিকে এই ছাড় দেওয়া হবে । রেড 'C' জ়োন আংশিকভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পুলিশ কলকাতার প্রত্যেকটি অংশ খতিয়ে দেখে কোন কোন এলাকায় দোকান আংশিকভাবে খুলে দেওয়া যায় সেই সব বিষয়ে সিদ্ধান্ত নেবে । নির্দিষ্ট তালিকা তৈরি করে তা পাঠাবে নবান্নে । এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পৌরনিগমের সাহায্য প্রয়োজন । পৌরনিগম এবং পুলিশের সমন্বয়ে সেই তালিকা তৈরি হবে । এমনভাবেই এই দুই পক্ষের সমন্বয়ে তৈরি হয় কনটেনমেন্ট জ়েনের তালিকা । গতকাল বৈঠকে সেই তালিকার একটি রূপরেখা তৈরি হয়ে গেছে বলে খবর । আজ তালিকা পাঠিয়ে দেওয়া হবে নবান্নে ।

সকালে বাজার বন্ধ হয়ে যাওয়ার পরে অন্যান্য সামগ্রীর দোকান খুলবে । লকডাউনে এই আংশিক ছাড় দেওয়ার ঘোষণায় অনেকটাই চ্যালেঞ্জের মুখে পুলিশ । কারণ যেভাবে নাকা চেকিং করে গোটা শহরকে একটা নিয়মানুবর্তিতার মধ্যে রাখা হয়েছিল সেটা অনেকটা শিথিল হয়ে যাবে । কিন্তু রেড 'A' জ়োনকে কীভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে সেসব নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন । বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত লালবাজার । মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, রেড জ়়োনেও বেসরকারি বাস চালানো যাবে । গতকালের বৈঠকে সেবিষয়েও রূপরেখা তৈরি হয়েছে বলে খবর । সেখানে ঠিক হয়েছে বাসগুলির ওপর কড়া নজর রাখা হবে । প্রতিটি বাসে 20জনেরও বেশি যাত্রী আছে কি না তা খতিয়ে দেখা হবে। তেমনটা হলে নেওয়া হবে কড়া ব্যবস্থা । আগের মতো যেখানে সেখানে বাস স্টপেজ দেওয়া যাবে না বলে ঠিক করেছে লালবাজার । কনটেনমেন্ট জ়োনগুলিতেও বাসের স্টপেজ দেওয়া যাবে না।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.