ETV Bharat / state

West Bengal Weather Update : তীব্র গরম থেকে মুক্তি ! পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

author img

By

Published : Apr 4, 2022, 7:09 AM IST

গরম তার মারকুটে ইনিংস ধরে রাখবে ৷ চড়বে পারদের তাপমাত্রা, বাড়বে গরম ৷ ভ্যাপসা গরমে বঙ্গবাসীর প্রাণ যায় যায় অবস্থা ৷ হাওয়া অফিস বলছে, আগামী 10 দিনেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা সামগ্রিকভাবে নেই ৷ তবে চিত্রটা একটু পরিবর্তন উত্তরবঙ্গে ৷ উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update
চড়বে পারদের তাপমাত্রা, বাড়বে গরম

কলকাতা, 4 এপ্রিল : মার্চ মাস কেটেছে উষ্ণতম । দেশের একটা বড় অংশ প্রবল তাপপ্রবাহের মুখে পড়েছে । 1908 সালে শেষবার মার্চ মাসে এত কম বৃষ্টিপাত হয়েছিল । দিল্লির মৌসম ভবনের এই পরিসংখ্যানে টনক নড়েছে। এবারের শীতে বারবার পশ্চিমী ঝঞ্ঝা তার প্রভাব বিস্তার করেছিল । কিন্তু গরমে পুরোটাই উল্টো ৷ গরমে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কোনও পূর্বাভাস নেই । ফলে দেশের সামগ্রিক আবহে তাপপ্রবাহের দাপট (West Bengal Weather Update)।

মার্চে গোটা দেশে বৃষ্টিপাতের পরিমাণ 8.9 মিলিমিটার । গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.10 ডিগ্রি সেলসিয়াস । প্রায় সোয়াশো বছরের ইতিহাসে যা সর্বোচ্চ । 12 বছর আগে অর্থাৎ 2010 সালে মার্চ মাসে গোটা দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস । মার্চ চলে যাওয়ার পরে এপ্রিলের প্রথম পনেরো দিনেও বৃষ্টির কোনও সম্ভাবনা সামগ্রিকভাবে নেই । পারদ আরও চড়বে (no relief for south bengal from scorching heat) । দেশের অনেক জায়গায় দাবানলের সম্ভাবনা রয়েছে ফলে পরিস্থিতির দিকে নজর রেখে বনদফতরের সঙ্গে যোগাযোগ রাখছেন মৌসম ভবনের আবহবিদরা ।

আরও পড়ুন : নানা টানাপোড়েনের সম্মুখীন হওয়ার সম্ভাবনা কোন রাশির ? জেনে নিন রাশিফলে

হিমালয়ের তাপমাত্রা বেড়েছে । যার প্রভাব পড়ছে দেশে । বাংলাও সেই প্রভাব থেকে ছাড় পায়নি । আলিপুর আবহাত্তয়া দফতর বলছে, আজ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে । তাছাড়া মোটের উপর উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক । রবিবার রাতে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কমে 34 ডিগ্রি সেলসিয়াস ছিল । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বৃদ্ধি পেয়ে 26.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে । সোমবার সপ্তাহের প্রথম দিনে আকাশ থাকবে আংশিক মেঘলা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.