ETV Bharat / state

Bengali New Year 2023: গরমেও কুল থাকুন নববর্ষে, সুতির ওপর ফিউশনে হয়ে উঠুন তুলনাহীনা

author img

By

Published : Apr 12, 2023, 7:37 PM IST

বাঙালির পয়লা বৈশাখে ঘরে ও বাইরে সামঞ্জস্য বজায় রাখে নতুন জামাকাপড়ে ৷ এই গরমে বেছে নেয় সুতির জিনিস ৷

Etv Bharat
সুতির ওপর ফিউশনে হয়ে উঠুন তুলনাহীনা

গরমেও কুল থাকুন নববর্ষে

কলকাতা, 12 এপ্রিল: মাত্রা ছাড়িয়েছে তাপমাত্রা । দুপুর নামলেই বইছে লু । এরই মাঝে দরজায় কড়া নাড়ছে নীল ষষ্ঠী, চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ । আর পয়লা বৈশাখ মানেই নতুন জামাকাপড় । এই সময়ে বেশিরভাগ মানুষ সুতির জামাকাপড়ই বেছে নেয় । তা সে ঘরে পরার জন্য হোক বা বাইরে ।

বলাবাহুল্য, ঘরে ও বাইরে সামঞ্জস্য বজায় রেখেও গরমে কুল থাকার একমাত্র হাতিয়ার সুতির জিনিস । মেয়েদের শাড়ি হোক বা কুর্তি, ছেলেদের ক্যাজুয়াল কিংবা ফর্মাল শার্ট-পাঞ্জাবি, সুতির তুলনা নেই । পয়লা বৈশাখ তো একদিন । কিন্তু বাকি গরমটা ? সেটার সঙ্গে লড়াই করতে এই সুতিই বাঁচাবে আপনাকে । যেতে হবে অফিসে, কলেজে, বাজারে, পার্টিতে এমনকি বিয়ে বাড়িতেও । সব জায়গায় যাওয়ার জন্য সুতির বিকল্প নেই । অনেকে মনে করেন, বিয়েবাড়ি মানেই সিল্ক বা ভারী কাজের ঝকমকে শাড়ি । সেই ভাবনা সরিয়ে রেখে আজকাল বিয়েবাড়ি এবং পার্টিতেও মহিলারা বেছে নিচ্ছেন দামি লিনেন, সুতির ডিজাইনার শাড়ি কিংবা লং ড্রেস ।

আরও পড়ুন: রোদ ও দূষণ মুখের সৌন্দর্য কেড়ে নিয়েছে ? এই ডালেই ফিরে পাবেন হারানো জেল্লা

লিনেন বেনারসি এখন ফ্যাশনে ইন । এটি পরাও যেমন সহজ আর সামলানোরও ঝক্কি নেই । তাই সেদিকেই ঝুঁকছে আজকের নারী । আর পুরুষ মহল বরাবরই সুতির শার্ট, পাঞ্জাবিতে নিজেকে দেখতে পছন্দ করেন । সুতির পোশাক পরলেই হল না । সেটিতে একটু কায়দাও থাকতে হবে । আর সেই কারণেই আজকের নারী ছুটে যায় ডিজাইনার স্টুডিয়োতে । সেখানে গেলেই নিত্যনতুন ডিজাইনের লং কুর্তি, টপ, গাউন মিলে যায় পছন্দমতো । শাড়িতেও থাকে অভিনবত্ব, যা আর পাঁচটি দোকানে গেলে পাওয়া মুশকিল ।

আজকের নারী পছন্দ করে সুতির উপরে ফিউশনের কাজ । এগুলি দেখতে বেশ অন্যরকম । অফিস কাছারি হোক না কোনও ছোটখাটো পার্টিতে এগুলি নজর কাড়ে । একইসঙ্গে দেয় আরাম । চটজলদি পরে বেরিয়ে যাওয়ার জন্য এর জুড়ি মেলা ভার । একটু বাজেট বাড়ালে এহেন জিনিস আরেকটু কেতাদুরস্ত করে তুললেই অনায়াসে পরে চলে যাওয়া যায় কোনও বিয়ে বাড়িতে । এমনটাই জানা গেল বেহালার এক স্বনামধন্য ডিজাইনার স্টুডিয়োতে । বেহালার আর্কেডিয়ায় অবস্থিত এই ডিজাইনার স্টুডিয়োতে সুতির জয়জয়কার । সুতি দিয়ে তৈরি ডিজাইনার লং কুর্তি আর ড্রেস দেখলে চোখ ধাঁধিয়ে যায় ।

আরও পড়ুন: পরিবর্তনশীল ঋতুতে সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে পরিবর্তন জরুরি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.