ETV Bharat / state

SFI-এর নতুন স্লোগানই হাতিয়ার আন্দোলনের

author img

By

Published : Sep 27, 2020, 10:44 PM IST

একগুচ্ছ স্লোগানের মধ্যে BJP বিরোধী, কেন্দ্রীয় সরকারের নব্য কৃষি বিলের বিরুদ্ধেও নতুন নতুন স্লোগান তৈরি করেছে বামপন্থী ছাত্র মস্তিষ্ক । SFI-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য নতুন স্লোগান তৈরির প্রসঙ্গে জানান, নতুন প্রজন্মকে নতুন ভাবে আকৃষ্ট করতে তাঁদের এমন পরিকল্পনা ।

SFI
SFI

কলকাতা, 27 সেপ্টেম্বর : এবার একগুচ্ছ নতুন স্লোগান নিয়ে আন্দোলনের পথে বামপন্থী ছাত্র সংগঠন SFI । একগুচ্ছ স্লোগানের মধ্যে BJP বিরোধী, কেন্দ্রীয় সরকারের নব্য কৃষি বিলের বিরুদ্ধেও নতুন নতুন স্লোগান তৈরি করেছে ছাত্র মস্তিষ্ক । সামনে ভোট যেভাবেই হোক বাম কংগ্রেসের জোটকে মনোগ্রাহী এবং ক্ষুরধার প্রচারের মাধ্যমে সামনে আনাই প্রধান লক্ষ্য SFI-র । সঙ্গে থাকছে গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সবকটি শরিক দলের ছাত্রসংগঠনগুলো ।

SFI-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য নতুন স্লোগান তৈরির প্রসঙ্গে জানান, নতুন প্রজন্মকে নতুন ভাবে আকৃষ্ট করতে তাঁদের এমন পরিকল্পনা । সামনে ভোট তাই ধর্মে-কর্মে নেমে পড়েছে তৃণমূল সরকার । আগে মুসলিম ইমাম-মোয়াজ্জিনদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা হয়েছিল । এবার হিন্দু পুরোহিতদের জন্য সাধারণ মানুষের করের টাকা খরচ করে এইভাবে সরাসরি সরকারকে ধর্মের সঙ্গে যুক্ত করার অর্থ হচ্ছে সংবিধানে ধর্মনিরপেক্ষতার ভাবনাকে জলাঞ্জলি দেওয়া । সরকারের কাজের সাফল্য ভিত্তি করে মানুষের মন জয় করে সমর্থন পাওয়ার সম্ভাবনা যেহেতু নেই তাই ধর্মকে আশ্রয় করে নির্বাচনী বৈতরণী পার হবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী । জানালেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদক সায়ন দীপ মিত্র।

অনলাইন শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করে পড়ুয়াদের জন্য নতুন স্লোগান "শিক্ষা যখন ভিক্ষা করে/ মূর্খ চালায় দেশ/ বুঝবে তখন সভ্যতাটা/ ওদের হাতেই শেষ।" কৃষকের উদ্দেশ্যে লেখা স্লোগান, কৃষক তুমি লড়াই করো, কলম নিয়ে সঙ্গে আছি । বা কোথাও কৃষক বলছে, "এবার আর করব না চাষ/ দেখি তোরা কি খাস" এমনই সব ছন্দ মেলানো নতুন স্লোগানে শহরের পথে এবং রাজ্য জুড়ে আন্দোলন করবে বাম ছাত্র সংগঠন গুলি । আগামীকাল থেকে শুরু হচ্ছে তার চূড়ান্ত প্রস্তুতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.