ETV Bharat / state

সিবিআই অফিসে নয়া পোশাকবিধি, নির্দেশ নয়া ডিরেক্টরের

author img

By

Published : Jun 4, 2021, 10:32 PM IST

New dress code in CBI office
সিবিআই অফিসে নয়া পোশাকবিধি

গত 25 মে সিবিআইয়ের নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হন সুবোধকুমার জয়সওয়াল । জানা গিয়েছে, দায়িত্ব পেতেই সিবিআই অফিসে পোশাকবিধির উপর কড়া পদক্ষেপ করেছেন তিনি ।

কলকাতা, 4 জুন : এবার থেকে সিবিআই অফিসে পড়া যাবে না জিন্স, গেঞ্জি ও খেলার জুতো । মহিলাদের পোশাকের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ করা হয়েছে । সিবিআইয়ের নবনিযুক্ত ডিরেক্টর সুবোধকুমার জয়সওয়াল আসার পরই এই নির্দেশিকা । জানা গিয়েছে, দেশের প্রতিটি সিবিআই অফিসেই এই নিয়ম মানতে হবে ।

গত 25 মে সিবিআইয়ের নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হন সুবোধকুমার জয়সওয়াল । জানা গিয়েছে, দায়িত্ব পেতেই সিবিআই অফিসে পোশাকবিধির উপর কড়া পদক্ষেপ করেছেন তিনি । এবার থেকে ছেলেদের ক্ষেত্রে জিন্স, গেঞ্জি, সাধারণ জুতো, খেলার জুতো, কারুকার্য করা জামা পড়া চলবে না । পড়তে হবে ফরমাল শার্ট-প্যান্ট । অফিশিয়াল বুট । পাশাপাশি ছেলেরা বড় চুল রাখতে পারবেন না । চুল কাটতে হবে ছোট ছোট করে ।

আরও পড়ুন : সিবিআইয়ের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন মহারাষ্ট্রের আইপিএস সুবোধ কুমার জয়সওয়াল

মহিলাদের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ আনা হয়েছে । খুব তাড়াতাড়ি এই নতুন নিয়ম চালু হবে দেশের প্রতিটি সিবিআই অফিসেই । সিবিআই সূত্রের খবর, সম্প্রতি একাধিক সিবিআই দফতরে আধিকারিকরা ক্যাজুয়াল শার্ট প্যান্ট পড়ে আসছিলেন । সেই জন্যই এই পদক্ষেপ বলে অনুমান সিবিআই আধিকারিকদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.