ETV Bharat / state

Child Body Recovered: আবর্জনার স্তূপে প্যাকেটবন্দি সদ্যোজাতের দেহ, খুবলে খেল কাক !

author img

By

Published : Mar 17, 2023, 8:26 PM IST

new born Child Body Recovered from garbage in a South Kolkata neighborhood
প্রতীকী ছবি

সদ্যোজাতের দেহ উদ্ধারের (Child Body Recovered) ঘটনায় চাঞ্চল্য ৷ দক্ষিণ কলকাতার সরশুনা এলাকার ঘটনা ৷

কলকাতা, 17 মার্চ: আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল এক সদ্যোজাতের কাকে খুবলে খাওয়া দেহ (Child Body Recovered) ! শুক্রবার সকালে এমনই মর্মান্তিক ও পৈশাচিক ঘটনার সাক্ষী থাকলেন দক্ষিণ কলকাতার সরশুনা এলাকার বাসিন্দারা ৷

সদ্যোজাতের দেহটি কীভাবে ওই আবর্জনার স্তূপের মধ্যে এল, সেই সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ৷ তবে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কেউ বা কারা দেহটি ওখানে ফেলে গিয়েছে ৷ এদিন পথচলতি এক ব্যক্তিই প্রথম ক্ষতবিক্ষত দেহটি দেখতে পান ৷ তিনিই স্থানীয় সরশুনা থানায় ফোন করে ঘটনা জানান ৷ ঠিক যেখানে ওই শিশুর দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গাটি শকুন্তলা পার্ক এলাকার মধ্যে পড়ে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা ঘটনাস্থল থেকে শিশুটির দেহের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করেছে !

সূত্রের খবর, শকুন্তলা পার্কের কাছেই এক আত্মীয়ের সঙ্গে দোকান থেকে ফিরছিলেন স্থানীয় এক ব্যক্তি ৷ হঠাৎ তিনি দেখতে পান, শকুন্তলা পার্কের কাছে একটি আবর্জনার স্তূপের সামনে বেশ কিছু কাক একটি প্য়াকেটে ঠোকর মারছে ৷ সেই প্যাকেট কিছু একটা টেনে টেনে খাচ্ছে পাখিগুলি ! সন্দেহ হওয়ায় তিনি ওই আবর্জনা স্তূপের কাছে এগিয়ে যান ৷ সেখানকার দৃশ্য দেখে চমকে যান তিনি ৷ ওই ব্যক্তি দেখেন, প্যাকেটের মধ্যে রয়েছে সদ্যোজাতের দেহ ৷ কাকে সেই দেহ খুবলে খুবলে খাচ্ছে ! সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সরশুনা থানায় ফোন করেন ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ তবে, সদ্যোজাত শিশুটি মেয়ে না ছেলে, তা বোঝা যায়নি ৷

আরও পড়ুন: শৌচালয়ে উদ্ধার তিন বছরের শিশুর দেহ, যৌন নির্যাতন করে খুনের আশংকা

ইতিমধ্যেই ওই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ সেই রিপোর্ট হাতে এলেই শিশুটির লিঙ্গ বোঝা যাবে ৷ জানা যাবে, শিশুটির মৃত্যুর কারণ ও সম্ভাব্য সময় ৷ যে আবর্জনা স্তূপের মধ্যে থেকে এই শিশুটির দেহ উদ্ধার করা হয়েছে, তার আশপাশে কোনও সিসিটিভি ক্যামেরা নেই বলে জানা গিয়েছে ৷ ফলে কীভাবে ওই প্যাকেটবন্দি শিশুদেহ সেখানে পৌঁছল, তার হদিশ পাওয়া কিছুটা হলেও কঠিন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ৷ যদিও পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ৷ তারা এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.