ETV Bharat / state

Allegation of Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর দফতরের কর্মসূচিতে টেন্ডার দুর্নীতি, মমতাকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু

author img

By

Published : Jul 28, 2023, 4:49 PM IST

Updated : Jul 29, 2023, 10:25 PM IST

সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে হয়েছে টেন্ডার দুর্নীতি ৷ ওয়েবেলের বদলে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে আইপ্যাককে ৷ এই দুর্নীতির সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বরাষ্ট্র দফতর ৷ এমনই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 28 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচি সংক্রান্ত টান্ডারে দুর্নীতি হয়েছে ৷ শুক্রবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে শুভেন্দু এই বিস্ফোরক অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, আইপ্যাক ঘনিষ্ঠ এক সংস্থাটে টেন্ডার পাইয়ে দিতে সরকারি সংস্থা ওয়েবেলের দেওয়া টেন্ডার বাতিল করা হয়েছে । এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে টেন্ডারের অঙ্ক ৷ মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বরাষ্ট্র দফতরের আওতায় এই টেন্ডার দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিমাণ প্রায় 152 কোটি টাকা বলেও দাবি শুভেন্দু অধিকারীর ৷

রাজ্যের বিরোধী দলনেতার দাবি, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই দুর্নীতি হয়েছে । পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে চালু হয়েছিল সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন । সেখানে এই দুর্নীতি হয়েছে ।

এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তথ্য-প্রযুক্তি দফতরের আওতায় থাকা ওয়েবেলকে দায়িত্ব দিয়ে তা আবার ডব্লুবিটিএলকে দায়িত্ব দেওয়া হয় । আগে যে টেন্ডারের দর ছিল 120 কোটি টাকা, পরবর্তীতে সেই টেন্ডার 152 কোটি টাকায় দেওয়া হয় ৷ বিরোধী দলনেতার দাবি, আইপ্যাক-কে বেনামে এই টেন্ডার দিতে গিয়ে 32 কোটি টাকার দুর্নীতি হয়েছে ৷ শুভেন্দুর কথায়," আইপ্যাককে দিয়েই মিথ্যা প্রচার করছে সরকার । আইপ্যাক দ্বারা পরিচালিত হচ্ছে এই সরকার । এই মুহূর্তে আইপ্যাক সমান্তরাল সরকার হচ্ছে ।"

শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া সরকারি আমলারা কোনও সিদ্ধান্ত নিতে পারেন না । কাজেই তথ্য প্রযুক্তি দফতর থেকে বিষয়টিকে স্বরাষ্ট্র দফরের আওতায় নিয়ে আসা হয়, এবং মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া এটা সম্ভব নয় ৷ তাই এই দুর্নীতির সঙ্গে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ও যুক্ত । শুভেন্দুর দাবি, একফোনে মুখ্যমন্ত্রী এই কর্মসূচির জন্য টেন্ডার জিতেই 350 জন কর্মী নিয়োগ করে ডব্লুবিটিএল । এই সংস্থার প্রত্যেকেই আইপ্যাকের কর্মী । রাজ্য সরকারের কাজের পাশাপাশি তৃণমূলের হয়েও কাজ করে এরা । এমনকী পঞ্চায়েতে আসন্ন বোর্ড গঠনে এরাই নির্ণায়ক ভূমিকা পালন করবে বলে দাবি তাঁর ।

আরও পড়ুন: হুমকি দিয়ে নির্মাণ সংস্থায় কোটি কোটি টাকা বিনিয়োগ কালীঘাটের কাকুর, দাবি ইডির

শুভেন্দু অধিকারী এদিন আরও অভিযোগ করেন, সাধারণ মানুষের করের টাকায় সাধারণ মানুষকেই ভুল বোঝাতে ছেলে-মেয়েদের নিয়োগ করছে আইপ্যাক । এই অভিযোগের সমর্থনে সমস্ত নথি তাঁর কাছে রয়েছে বলেও দাবি শুভেন্দু অধিকারীর ৷ রাজ্যের আমলারাই তাঁকে প্রমাণ দেখিয়েছেন ৷ এই অভিযোগ সংক্রান্ত প্রমাণপত্র তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছেও তুলে দিয়েছেন বলে জানান শুভেন্দু ৷ বিরোধী দলনেতা চান এই তথ্যের সত্যতা জানতে চান রাজ্যপাল । প্রয়োজন মনে করলে তিনি বিষয়টি ইডিকে দিয়ে তদন্ত করান । একই সঙ্গে এদিন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছেও শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা ।

আরও পড়ুন: চোপড়ায় অব্যাহত রাজনৈতিক হিংসা ! ধারালো অস্ত্রের কোপ বাম নেতার ছেলেকে

এদিন এর পালটা জবাব দিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তিনি বলেন, "চিটিংবাজ শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে । চোরের মায়ের বড় গলা । ওর বিরুদ্ধে চুরি-চিটিংবাজির গুচ্ছগুচ্ছ অভিযোগ রয়েছে । এমনকি সিবিআই-এর অভিযোগেও তাঁর নাম রয়েছে । উনি যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন । আমরা কড়া ভাষায় এর নিন্দা করছি ।" শুভেন্দুর অভিযোগের পালটা তথ্য এদিন তুলে ধরা হয় ৷

Last Updated : Jul 29, 2023, 10:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.