ETV Bharat / state

Mahua Moitra: বিজেপি-তৃণমূল আঁতাত! লোকসভা নির্বাচনে মহুয়া মৈত্রকে টিকিট দিচ্ছে না তৃণমূল ?

author img

By

Published : Mar 21, 2023, 8:43 AM IST

Updated : Mar 21, 2023, 9:48 AM IST

Mahua Moitra
মহুয়া মৈত্র

তিনি আদানি ইস্যুতে লাগাতার পোস্ট করে যাচ্ছেন ৷ শিল্পপতি আদানি এবং দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলিকে টুইটে বিদ্ধ করছেন মহুয়া মৈত্র ৷ তাই নাকি তাঁকে আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী করবে না তৃণমূল কংগ্রেস (TMC planning to refuse a ticket to Mahua Moitra) ৷

নয়াদিল্লি, 21 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে মহুয়া মৈত্রকে টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস ৷ টুইটার হ্যান্ডেলে এমন ভবিষ্যদ্বাণী এক নেটিজেন ৷ তাঁর নাম শশী এস সিং ৷ নেটিজেন নিজেকে সেফোলজিস্ট হিসেবে পরিচয় দিয়েছেন ৷ তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্বাচন বিশ্লেষণে পারদর্শী, রাজনৈতিক রণকৌশলী (A vote strategist tweets over Mahua Moitra Loksabha Election 2024) ৷ কিন্তু কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন বলেই জানা গিয়েছে ৷ স্বভাবত এতে উত্তপ্ত সামাজিক মাধ্যম ৷ কৃষ্ণনগরের লোকসভা সাংসদ মহুয়াও তাঁকে পালটা প্রশ্ন করেছেন, "আপনাকে কে বলল ?"

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের মতে, তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন আঁতাত আছে ৷ প্রায়শ বিজেপি-বিরোধী দলগুলির কণ্ঠে এই কথা শোনা যায় ৷ এদিকে 24 জানুয়ারি শিল্পপতি গৌতম আদানির বিষয়ে শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ করে ৷ সেখানে আদানি বিরুদ্ধে শেয়ারে কারচুপি-সহ আর্থিক প্রতারণার অভিযোগ তোলা হয়েছে ৷ তারপর থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র আদানি সংস্থার বিরুদ্ধে একের পর এক টুইট করে যাচ্ছেন ৷ শিল্পপতি গৌতম আদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলেও কানাঘুষো শোনা যায় ৷ সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি প্রশ্ন করেছেন, "আপনার (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) সঙ্গে শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক কী ?" ৷ কাজেই আদানি ইস্যুতে তোলপাড় সংসদ, দেশের রাজনীতি ৷ আদানি সংস্থার দুর্নীতি নিয়ে অন্যতম প্রধান বিজেপি-বিরোধী মুখ হয়ে উঠেছেন কৃষ্ণনগরের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছে, এই কারণে এমন উসকানিমূলক টুইটটি করেছেন একজন তথাকথিত অ-রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভোটকুশলীর দাবিদার ৷

  • Hehe. Who told you? Your crystal ball? Why don’t I tell you the margin I will win by for TMC - time will tell who’s correct :-)

    — Mahua Moitra (@MahuaMoitra) March 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আদানির জন্য এলআইসির 3200 কোটি টাকা ক্ষতি, দাবি মহুয়ার

2019 সালেও সংসদে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আদানিকে নিয়ে প্রশ্ন করেছিলেন ৷ কিন্তু সে সময় তাঁর বক্তব্যকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেছেন ৷ এবার হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর তিনি আদানি, সেবি, এলআইসিকে নিয়ে লাগাতার টুইট করে যাচ্ছেন ৷ আর নিজেকে ভোটকৌশলী বলে দাবি করা এই নেটিজেন মহুয়ার নাম না-নিয়ে লিখেছেন, "ব্রেকিং, একজন মহিলা আদানি ইস্যু নিয়ে সরব হয়েছেন ৷ তৃণমূল কংগ্রেস ঠিক করে রেখেছে, তাঁকে টিকিট দেবে না ৷"

  • I wish i was wrong

    Yes, Time will tell, who is correct.

    My best wishes with you...

    — Shashi S Singh (@Morewithshashi) March 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর উত্তরে মহুয়ার পালটা প্রশ্ন, "আরে, আপনাকে কে বলেছে ? আপনার কাছে কোনও ক্রিস্টাল বল (ভবিষ্যদ্বাণীর বল) আছে, যে এটা বলেছে ? আমি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ে কত মার্জিনে জিতব, আপনাকে বলব না, কেন ? কারণ, সময় বলবে- কে ঠিক ৷" এক নেটিজেন জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস টিকিট না-দিলে মহুয়া মৈত্র কংগ্রেসে যোগ দেবেন ৷ এখানেই শেষ হয়নি টুইটার যুদ্ধ ৷ ভোটকুশীল শশী এস সিং মহুয়া মৈত্রকে উত্তর দিয়েছেন, "আমি যদি ভুল হই, তাহলে আমি খুশি হব ৷ হ্যাঁ, সময় বলবে, কে ঠিক ৷ আপনার জন্য আমার শুভেচ্ছা রইল ৷" অপেক্ষা করতে হবে, 2024 সালের নির্বাচন পর্যন্ত ৷

আরও পড়ুন: আদানি ইস্যুতে মোদিকে অস্কার খোঁচা মহুয়ার

Last Updated :Mar 21, 2023, 9:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.